ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখা ডিবির অভিযানে ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজাসহ গ্রেফতার ৪ জন।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সহিদুল ইসলাম এর নির্দেশে এসআই মোঃ সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে কোতোয়ালী থানাধীন জেলখানা গুদারাঘাট রেবিবাঁধ এলাকা থেকে ৬৮০ পিস ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মোঃ সালাউদ্দিন বাবু ও মোঃ আকরাম হোসেনকে গ্রেপ্তার করেন।
অপর এক অভিযানে এসআই রাজীব তালুকদার সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে তারাকান্দা থানাধীন গাছতলা বাজার এলাকা থেকে ২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আব্দুর রশিদ ওরফে সাইদ ও সত্যরঞ্জন সরকার কে গ্রেপ্তার করেন।
ডিবির অফিসার ইন-চার্জ মোঃ সহিদুল ইসলাম জানিয়েছে, উদ্ধারকৃত ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজার বিষয়ে গ্রেফতারকৃত ৪ জন আসামীকে মাদক মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ্দ করা হয়েছে।
মন্তব্য