ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ঈদের দিন বেড়াতে গিয়ে ৯ বছরের এক শিশুকে রাতভর ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার মূল আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে, ধর্ষকের গ্রেপ্তারের খবরে উত্তেজিত এলাকাবাসী ধর্ষকের বাড়ি আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে।
বুধবার (২-এপ্রিল) মুক্তাগাছার লেংড়া বাজারের একটি বাড়ি থেকে ধর্ষক দুলাল উদ্দিনকে গ্রেপ্তার করে পুলিশ । এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী ধর্ষকের বাড়ি ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। এ সময় ঘটনার সাথে সহযোগিতার অভিযোগে আরও ৭টি বাড়িতে আগুন দেয় ও লুটপাট চালায় উত্তেজিত এলাকাবাসী।
মামলার অভিযোগে জানাযায়, নামা মহিষতারা গ্রামের মো. দুলাল মহিষতারা আহাম্মদিয়া এতিমখানার মাদরাসার নূরানি বিভাগের সপ্তম শ্রেণির ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিল। ঈদের দিনে বান্ধবীদের সঙ্গে বেড়াতে গেলে রাতে আর বাসায় ফেরেনি সে। পরের দিন প্রতিবেশী আব্দুর রহমানের বাড়িতে পাওয়া যায় তাকে। পরে বাড়ির নারী সদস্যরা তাকে জিজ্ঞাসাবাদ করলে সে দুলাল মিয়ার দ্বারা রাতভর ধর্ষণের শিকার হয়েছে বলে জানায়। ধর্ষণের শিকার এই শিশুকে প্রথমে মুক্তাগাছা হাসপাতালে ভর্তি করা হলে পরে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে মুক্তাগাছা থানার অফিসার ইন-চার্জ কামাল হোসেন সাংবাদিকদের বলেন, ঘটনার সাথে জড়িত দুলাল উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিঙ্গাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেন। ধর্ষণের দায়ে গ্রেপ্তার হওয়া দুলাল উদ্দিনকে বিজ্ঞ আদালতে নিকট সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, উত্তেজিত এলাকাবাসী দুলাল উদ্দিন না পেয়ে তার বাড়ি ঘর আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে।
মন্তব্য