ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার লাঠিয়ামারি এলাকায় ব্রহ্মপুত্র নদের পাড়ে অষ্টমীর স্নানোৎসব অনুষ্ঠানে এসে রাম লাল চন্দ্র দে (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রাম লাল চন্দ্র দে উপজেলার জাটিয়া ইউনিয়নের কাহেদ গ্রামের রাজ কুমার চন্দ্র দে’র ছেলে।
পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৫-এপ্রিল) সকাল ৮টার দিকে রাম লাল চন্দ্র দে পরিবারের সদস্যদের নিয়ে ব্রহ্মপুত্র নদের স্নান করতে আসেন। স্নান শেষ করে সকাল সাড়ে ১০টার দিকে পাড়ে উঠে তিনি বাড়ির উদ্দেশ্যে গাড়িতে উঠতে যাচ্ছিলেন। তবে, হঠাৎ তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যু হয়। স্নান শেষে বাড়ি ফেরা হলো না তার।
ঈশ্বরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রজিত কুমার দাস স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘রাম লালের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তার মৃত্যু শারীরিক অসুস্থতার কারণে হয়েছে। মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’
মন্তব্য