এবার বিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ভারতীয় দুই টিভি তারকা মুগ্ধ ছাপকার ও রাভিস দেশাই। তাঁরা এক বিবৃতিতে ৯ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার সিদ্ধান্তের কথা জানান দিয়েছেন। (খবর বলিউড হাঙ্গামার)
জিটিভির সিরিয়াল ‘শতরঙ্গি শ্বশুরাল’-এর শুটিং সেটে ২০১৪ সালে তাঁদের পরিচয়। দ্রুতই দুজনের গভীর সম্পর্ক গড়ে ওঠে। ২০১৬ সালে বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা।
রাভিস সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে লিখেছেন, ‘অনেক ভাবনাচিন্তা করার পর আমি আর মুগ্ধ স্বামী-স্ত্রী হিসেবে আমাদের পথচলা শেষ করার সিদ্ধান্ত নিয়েছি। একসঙ্গে আমাদের পথচলাটা দারুণ ছিল। দাম্পত্য জীবন শেষ হলেও বন্ধু হিসেবে আমাদের সম্পর্ক অটুট থাকবে।’
তিনি এই বিবৃতিতে তাঁর ব্যক্তিগত জীবনের প্রতি ভক্তদের শ্রদ্ধাশীল হওয়ারও আহ্বান জানিয়েছেন । টিভি সিরিজ ছাড়াও হিন্দি সিনেমা ‘হরর স্টোরি’, ‘কনট্রোল’, ‘বিজয় ৬৯’ ইত্যাদি সিনেমায় দেখা গেছে রাভিসকে।
মুগ্ধ ক্যারিয়ার শুরু করেন শিশুশিল্পী হিসেবে। ১৯৯৫ সালে হিন্দি সিনেমা ‘আজমাইশ’-এ দেখা গিয়েছিল তাকে। করেছেন ‘জিতা’, ‘রূপনগর কে ছিটি’ ইত্যাদি মারাঠি সিনেমা। মুগ্ধ সিনেমার চেয়ে টিভিতে কাজ করেই বেশি পরিচিতি পেয়েছেন। মুগ্ধ গত এক দশকে করেছেন ১০টির বেশি টিভি সিরিয়াল।
মন্তব্য