ময়মনসিংহে ক্ষুদ্র ও কুটির শিল্প সমিতির (নাসিব) নাম ভাঙ্গিয়ে বানিজ্য মেলার অবকাঠামো নির্মাণ নিয়ে শুরু হয়েছে নানান আলোচনা ।
সুত্র জানায়, গত কয়েকদিন পূর্বে নাসিব ভারপ্রাপ্ত ডিজিএম (উপ-মহাব্যবস্থাপক) রবিউল আলম ২০২৪ সালে ১জুলাই জেলা আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান ও ত্রিশালের এমপি সুপারিশকৃত কমিটি বানিজ্য মন্ত্রনালয় মোহনা ইঞ্জিনিয়ার ওয়াকর্স এর স্বাত্বধিকারী মো: আব্দুল হামিদ সদস্য হন । আওয়ামী দোসর আব্দুল হামিদকে বানিজ্য মেলা পাইয়ে দেওয়ার সব রকম চেষ্টা চালিয়ে যাচ্ছেন বিসিকের ডিজিএম রবিউল আলম ।
ময়মনসিংহ নাসিব এর বর্তমান কমিটির একাধিক কর্মকর্তা সাথে কথা বলে জানা যায়, নাসিবের নামে শিল্প ও বানিজ্য মেলার বিষয়ে তাদের কিছুই জানা নেই ।
ডিজিএম এর সাথে যোগাযোগ করা হলে তাকে পাওয়া যায়নি। দেশের এমন পরিস্থিতিতে বানিজ্য মেলা হলে শুভ কিছু বয়ে আনবে না – গত কিছুদিন পূর্বেও আরেকটি মেলা শেষ হয়েছে । সদ্য সমাপ্ত হওয়া মেলার অবকাঠামো ভেঙে দিয়েছে মসিক।
ইতিমধ্যে নদীরপাড়ে আবারও মেলার স্থাপনার কাজ শুরু হয়েছে । বহ্মপুত্র নদের তীর কাচারি ঘাটে মেলার অবকাঠামো নির্মাণ এর কাজ শুরু হওয়ার প্রেক্ষিতে একজন সাংবাদিক ময়মনসিংহ জেলা প্রশাসকের কাছে জানতে চাইলে, তিনি বলেন এডিসি জেনারেল এর সাথে কথা বলুন। অপর এক সুত্র জানান, পুলিশের ক্লিয়ারেন্স পেয়ে অবকাঠামোর কাজ শুরু করা হয়েছে।
ফ্যাসিবাদের পতন হলেও, তাদের দোসরদের সঙ্গে বিসিকের উপ-ব্যবস্থাপক এমন ঘটনায় ক্ষোভ ও হতাশ দেখা দিয়েছে ময়মনসিংহ নাসিবের কর্মকর্তাদের ভেতর।
মন্তব্য