শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ ১৪৩২ নতুন বছর বরণ করলো উপজেলা প্রশাসন । শুভ নববর্ষ উপলক্ষে আজ সোমবার সকালে উপজেলার সামনে থেকে বাংলার হারিয়ে যাওয়া বিজড়িত স্মৃতি নিয়ে এক বর্ণাঢ্য র্যালি বাহির হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন ।
নববর্ষের র্যালিতে শিক্ষার্থী, বেদে, কৃষক, মৎস্য চাষের বাংলার ঐতিহ্য স্থান পায় । পরে উপজেলার চত্তরে সাপের খেলা, মাছ ধরার কৌশল, লাঠি খেলা প্রদর্শন করা হয় । ১লা বৈশাখে বাংলার ঐতিহ্য নিয়ে ৫টি স্টল স্থান পায় স্টল গুলো অতিথিরা পরিদর্শন করেন । পরে শুভ নববর্ষ বরণে আদিবাসী ও বাংঙ্গালী শিল্পী গোষ্ঠিরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গেয়ে মাতিয়ে তুলেন উপজেলাবাসীকে । সকল কর্মসূচি উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে সহকারী শিক্ষক রুস্তম আলীর সঞ্চালনায় পালিত হয়েছে । ঝিনাইগাতী থানার ওসি আল আমিন সহ সরকারী কর্মকর্তা,শিক্ষক, সাংবাদিক ইউপি চেয়ারম্যানগণ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন । শেষে মাটির পাত্রে পান্থা ভাত ভূরিভোজ করে অনুষ্ঠানের সমাপ্তি করে হয় ।
মন্তব্য