এনসিসি ব্যাংক এর ৩২ বছর পূর্তি উপলক্ষ্যে ময়মনসিংহ দুর্গাবাড়ি ব্রাঞ্চ উৎসব মুখর আয়োজনে কেক কেটে দিনটিকে উদযাপন করা হয় ।
শনিবার (১৭-মে) সকালে ময়মনসিংহ নগরীর দুর্গাবাড়ি রোড়স্থ এনসিসি ব্যাংকের ব্রাঞ্চ ম্যনেজার মোহাম্মদ ফয়জুর রাহমান সভাপতিত্বে ময়মনসিংহের বিশিষ্ট ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে কেক কাটেন।
এসময় ময়মনসিংহ স্বদেশ হাসপাতাল ( প্রাঃ) লিমিটেডের এমডি সামসুদ্দোহা মাসুম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ফরহাদ হাসান খান, উবাইদুল্লাহ হোসেন খান, পারভেজ খসরু, সাংবাদিক জয়নাল আবেদীন সহ গর্নমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
এনসিসি ব্যাংকের সেবারমান এবং আগামীদিন গুলো গ্রাহকদের যেন আরও উন্নত সেবা দেওয়া যায় সেই বিষয়ে ব্রাঞ্চ ম্যনেজার মোহাম্মদ ফয়জুর রাহমান সকলের পরামর্শ গ্রহণ করেন। ❝আপনার সাথেই সবসময়, ৩২ বছর ধরে শুধু আপনার জন্য❞ এই প্রতিপাদ্য নিয়েই আগামীর পথচলায় সকলের সহযোগিতা কামনা করেছেন।
মন্তব্য