শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ সোমবার সকালে উপজেলার হল রুমে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের সহযোগিতায় দিন ব্যাপী সুদমুক্ত ক্ষুদ্রঋণ কার্যক্রমের সফল বাস্তবায়ন ও গতিশীলতা আনয়নে শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজ সেবা অফিসার সানজা হোসাইন সানির সঞ্চালনায় ঋণের টাকা সঠিক উপায়ে ব্যবহারের উপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন, ময়মনসিংহ বিভাগের সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক দেবাশীষ, জেলা সমাজসেবা কর্মকর্তা এ,টি,এম আমিনুল ইসলাম, ওসি আল আমিন ও সাংবাদিক গোলাম রব্বানী-টিটু প্রমুখও।
অনুষ্ঠানের সভাপতি আশরাফুল আলম রাসেল বলেন, সরকারের সমাজসেবা অফিসের মাধ্যমে সুদমুক্ত ক্ষুদ্রঋণ গ্রহণ করে অনেকেই প্রতিষ্ঠিত হয়েছে। যাহারা এ ঋণের আওতায় আসবে তারা যদি সঠিক চিন্তা ভাবনা করে গরু, ছাগল লালন পালন সহ ছোটখাটো ব্যবসা চালু করেন নিশ্চিত সে এবং তার পরিবার স্বাবলম্বী হবে জানিয়ে টাকাটা সঠিক পথে ব্যবহারের কথা বলেন। এ সময় উপজেলার ২৫জন উপকারভোগী সহ সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
মন্তব্য