শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সাধারণ মানুষ যেন ভূমি সেবা পেতে হয়রানির শিকার না হয়। জনসাধারণের ভূমি সেবা দিতে আমরা বদ্ধপরিকর বলে মন্তব্য করেছেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোকতার হোসেন।
মঙ্গলবার (২৭-মে) বিকালে ঝিনাইগাতী ভূমি মেলার শেষ দিনে প্রধান অতিথি হিসাবে যোগদান করে তিনি এসব কথা বলেন।
তিনি এর আগে ঝিনাইগাতী উপজেলা পরিষদ,নলকুড়া ইউনিয়ন পরিষদ ও সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় পরিদর্শন ও উপজেলা কৃষি অফিসের বাস্তবায়নে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ কার্যক্রম শুভ উদ্বোধন করেন।
এ সময় শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল উপস্থিত ছিলেন।
এ ছাড়াও জেলা ও উপজেলায় কর্মরত সরকারের কর্মকর্তাগন তার সফর সাথী হিসাবে উপস্থিত ছিলেন।
সকালে ভুমি মেলার সমাপ্তি দিনে নাটিকা প্রদর্শণ ও শিক্ষার্থীদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় । আজ অফিসের সকল কর্মকর্তা সহ এলাকাবাসীরা মেলার শেষ দিনে উপস্থিত ছিলেন।
মন্তব্য