শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আজ বুধবার আনুষ্ঠানিক ভাবে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ শুরু হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর বাস্তবায়নে উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। র্যালি শেষে উপজেলার হল রুমে শিশু থেকে প্রবীণ, পুষ্টিকর খাবার সর্বজনীন প্রতিপাদ্য নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: রাজীব সাহার সঞ্চালনায় পুষ্টির ঘাটতি ও চাহিদা মিটানোর উপর আলোচনা করা হয়।
বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা আশরাফুল আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: এ,টি,এম ফায়েজুর আকন্দ, সহকারী শিক্ষক রোস্তম আলী, সাংবাদিক গোলাম রব্বানী-টিটু, ছাত্র প্রতিনিধি শাহীন আলম ও লুৎফর রহমান লাজু সহ আরো অনেকেই । আলোচনা সভায় জনসচেতনতা সহ সপ্তাহ ব্যাপী পুষ্টির বার্তা নিয়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে । মডেল সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউটের একটি দল উপস্থিত ছিলেন ।
মন্তব্য