শেরপুরের ঝিনাইগাতীতে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর ৪৪তম শাহাদাৎ বার্ষিকী বিএনপির কার্যালয়ে পালিত হয়েছে । এ উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৩০-মে) বিকালে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহ ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও শেরপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাহমুদুল হক রুবেল।
উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান।
বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি যুগ্ন আহবায়ক লুৎফর রহমান ও আব্দুল মান্নান হিরা সহ উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা শহীদ জিয়াউর রহমানের জীবনী, স্বাধীনতা সংগ্রামে তাঁর নেতৃত্ব ও অবদান এবং বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তার ভূমিকাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে জিয়াউর রহমানে আত্মার মাগফেরাত ও খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ।।
মন্তব্য