দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ শনিবার (৩১ মে) গ্রাম আদালত বিষয়ক দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
“অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে- চলো যাই গ্রাম আদালতে” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসাহাক আলী। এতে গ্রাম আদালতের সুফল নিয়ে আলোচনা করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মহিব্বুল ও উপজেলা গ্রাম আদালত সম্বন্বয়কারী মোশাররফ হোসেন।
বক্তারা বলেন, সমাজের আসহায় পিছিয়েপড়া দরিদ্র জনগোষ্ঠি ও সুবিধা বঞ্চিত নারীরা যাতে উচ্চ আদালতে না গিয়ে গ্রাম আদালতের মাধ্যমে সঠিক ও ন্যায় বিচার পেতে পারে, সেই বিষয়কে সামনে রেখে উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের সদস্য-সদস্যাদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মন্তব্য