শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারের বরাদ্ধ ভিজিএফের চাল অসহায়, হত দরিদ্র, গরীব দু:খী মানুষের মাঝে বিতরণ করা হয়েছে।
আজ সোমবার (২-জুন) উপজেলার ৭টি ইউনিয়নে এক যোগে গৌরিপুর, হাতিবান্ধা, মালঝিকান্ধা, নলকুড়া, ধানশাইল, কাংশা ও ঝিনাইগাতী সদর ইউনিয়নে এ কার্যক্রম চালানো হয়। এ সব চাল স্ব -স্ব ইউনিয়ন কার্যালয়ের সামনে থেকে বিতরণ করা হয় । ট্যাগ অফিসার ইউপি চেয়ারম্যন ও ইউপি সদস্যদের উপস্থিতিতে এবার ১০ কেজি করে ১২ হাজার ৬২০ জন পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল, উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেন ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল হাসান চাল বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিবুল হাসান জানান সুষ্ঠ ও সুন্দর পরিবেশে উপজেলার ৭টি ইউনিয়নে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে বলে জানান।
মন্তব্য