র্যাব-১৪, সিপিসি, ময়মনসিংহ অভিযানে চালিয়ে জামালপুরের দেওয়ানগঞ্জ থানার কঙ্কাল চুরি মামলার এজাহার নামীয় আসামী আটক করেছে। ময়মনসিংহ সদর এলাকা থেকে বৃহস্পতিবার ভোরে তাকে আটক করা হয়। তার নাম মোঃ রাজ্জাক। সে অষ্টধার কালিবাড়ির হাশেম আলীর ছেলে। ময়মনসিংহ র্যাবের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শামসুজ্জামান আরো জানান, গত ৩ জুন সকালে গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ চাউল বাজারের পৌরসভার নির্মানাধীন বাজার সেটের খোলা ঘর থেকে মানবদেহের ৫ টি মাথার খুলি ও মানবদেহের ছোট-বড় ১০৫টি হাড় উদ্ধার করে জব্দ করে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মানবদেহের কঙ্কাল চোর চক্রের সদস্যদের বিরুদ্ধে জামালপুরের দেওয়ানগঞ্জ থানায় এসআই জসিম উদ্দিন বাদি হয়ে মামলা দায়ের করেন। যার মামলা নং-০৪, তারিখ, ০৩/০৬/২০২৫ খ্রি., ধারাঃ ২৯৭/৩৭৯/৩৪ পেনাল কোড ১৮৬০। এরই প্রেক্ষিতে, সিপিএসসি, র্যাব-১৪, ময়মনসিংহর একটি টিম ৫ জুন ময়মনসিংহ সদর এলাকায় অভিযান পরিচালনা করে মানবদেহের কঙ্কাল চুরি মামলার এজাহার নামীয় আসামী মোঃ রাজ্জাককে আটক করে।
আটককৃত রাজ্জাকে মামলার তদন্তকারী কর্মকর্তার কাছে হস্তান্তর করেছে র্যাব।
মন্তব্য