ময়মনসিংহ নগরীর কালিবাড়ি রোড, পুরাতন গুদারাঘাট এসকে হাসপাতাল সংলগ্ন এলাকায় পারুল বেগমের নেতৃত্বে মাদক নারী ব্যবসা বন্ধসহ তাদের বিচারের দাবীতে এলাকাবাসী মানববন্ধন করেছে। মঙ্গলবার বিকালে কালিবাড়ি পুরাতন গুদারাঘাটে এই মানববন্ধন হয়।
মানববন্ধনে এলাকাবাসী বলেন, কালিবাড়ি রোডের পুরাতন গুদারাঘাট এসকে হাসপাতাল সংলগ্ন এলাকায় পারুল বেগমের নেতৃত্বে দুর্জয় ও বাবু দীর্ঘদিন ধরে মাদক সেবন, বিক্রি ও নারীদের দিয়ে দেহ ব্যবসা করে আসছে। তাদের মাদক ও দেহ ব্যবসার আস্তানায় বিভিন্ন এলাকার উঠতি বয়সী যুব সমাজ এসে এলাকার পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত করছে। সন্ধ্যা থেকে মধ্যরাত পর্যন্ত চলে মাদক সেবন ও নারী ব্যবসা। মাদকদ্রব্য গাঁজার গন্ধে এলাকার বাতাস নষ্ট করছে। পরিবেশ এমন পর্যায়ে পৌঁছেছে ঐ এলাকা দিয়ে চলাচল দুর্বিষহ হয়ে পড়েছে। ফলে অত্র এলাকাবাসীর বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। এলাকাবাসী তাদের এ ধরনের কার্যকলাপের প্রতিবাদ করলে চক্রটি প্রায়সময়ই তাদেরকে ভয়ভীতি সহ বিভিন্ন ধরনের হুমকি প্রদর্শন করে থাকে বলেও তারা অভিযোগ তুলে ধরেন।
এরই ধারাবাহিকতায় গত ৮ জুন স্থানীয়বাসি কালিবাড়ি রোড, পুরাতন গুদারাঘাট এসকে হাসপাতাল সংলগ্ন এলাকায় পারুল বেগমের বাসায় দেহ ব্যবসার চলতে থাকার খবর পেয়ে বাধা প্রদান করলে চক্রটি ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ সহ মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার হুমকি প্রদর্শন করে। সেখানে তাদের অপকর্ম চালিয়ে যাবে এবং কেউ বারাবারি করলে কিংবা কাউকে জানালে বা থানায় কোনো প্রকার অভিযোগ দায়ের করলে চক্রটি স্থানীয় রাজন সহ অন্যান্য প্রতিবাদকারীদের পরিবারের যেকোনো সদস্যকে সময় সুযোগমত পেলে মেরে লাশগুম করে ফেলবে। অন্যথায় তারা মিথ্যা মামলা মোকদ্দমা দিয়ে ফাসিয়ে হয়রানি করবে। মানববন্ধনে রাজন সরকার সহ এলাকাবাসী বক্তব্য রাখেন। এছাড়া রাজন সরকার সহ এলাকাবাসী কোতোয়ালি মডেল থানা পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
মন্তব্য