শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নাড়ীর টানে ঘরমুখো মানুষগুলো তাদের প্রিয় মুখখানি দেখতে ঢাকা সহ দেশ ও প্রবাস থেকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারি জমায় নিজ বাড়িতে । বিশেষ করে ঝিনাইগাতী ৮০ পার্সেন্ট গার্মেন্টস কর্মীদের আগমনে ঈদ হয়ে উঠে মনোরম পরিবেশ। যার কারণে অতিরিক্ত মানুষের আগমনের ফলে পর্যটন কেন্দ্র সহ ব্যবসা বাণিজ্য জমে উঠে।
ঈদে আসা ঘরমুখো মানুষগুলো কর্মস্থলে যাওয়া শুরু করেছে। ঈদের তৃতীয় দিন থেকে শুরু হয়েছে কর্মস্থলে ফেরা মানুষগুলোর ভিড়। প্রতিদিন ঝিনাইগাতী থেকে ১০/১৫টি ঢাকাগামী বাসগুলো কর্মস্থলে যাওয়া যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। যাত্রীদের এই চাপ ১৫ই জুন পর্যন্ত থাকবে বলে বাস মালিকরা জানান। এবার ঈদুল আজহা পালনে কোন অপ্রতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ধর্মপ্রাণ মুসল্লীদের সবচেয়ে বড় উৎসব ঈদুল আজহা আত্বীয় স্বজন নিয়ে কোরবানির মধ্য দিয়ে ঈদের আনন্দ নির্বিঘেœ পালন করেছে বলে অনেকেই জানান।
উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল জানান, উপজেলার জনসাধারণের নির্ভয়ে ঈদ পালনের জন্যে জনস্বার্থে কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে, ফলে সকলের মাঝে ঈদের হাসি ফুটেছে । তবে ঈদের পরের দিন থেকে দিনের বেলায় প্রচন্ড তাপদাহের ফলে জনসাধারণের চলাফেরার কিছুটা বিঘ্ন ঘটেছে। তাপদাহের কারণে পেটের পীড়া সহ পানি শুন্যতার রোগ দেখা গেছে।
মন্তব্য