ফুলবাড়িয়া উপজেলা কৃষক লীগের আহ্বায়ক একেএম মাসুদ আলম লিটন ও রাধাকানাই ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি নজরুল ইসলাম কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার (১৫-জুন) রাত ১০টার দিকে ফুলবাড়িয়া থানার এসআই মো. আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স সহ অভিযান চালিয়ে উপজেলার রাধাকানাই বাজার এলাকা থেকে ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান মো. নজরুল ইসলাম (৫২) গ্রেপ্তার করেন।
অপর এক অভিযানে রোববার বিকালে উপজেলা সদরের মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ এলাকায় থেকে ফুলবাড়িয়া উপজেলা কৃষক লীগের আহ্বায়ক একেএম মাসুদ আলম লিটন (৫৫)-কে গ্রেপ্তার করা হয়।
ফুলবাড়িয়া থানার অফিসার ইন-চার্জ মোহা. রোকনুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত দুই জনের বিরুদ্ধে ফুলবাড়িয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত দুজনকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য