ময়মনসিংহে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) শাখার অভিযানে অটোরিকশা ও মিশুক চোরচক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ২টি চোরাই অটোরিকশা এবং একটি মিশুক উদ্ধার করে ডিবি পুলিশ। বুধবার রাতে ময়মনসিংহ নগরীর রহমতপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করেন।
ময়মনসিংহ জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অফিসার ইন-চার্জ মফিদুল ইসলাম জানান, পুলিশ সুপার আখতার উল আলমের নির্দেশে ডিবি পুলিশ অপরাধ নিয়ন্ত্রণ ও চুরি ছিনতাইরোধে নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে বুধবার রাতে এসআই ফারুক আহমেদ সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ টু মুক্তাগাছা সড়কের রহমতপুরে একটি অটোরিক্সার গ্যারেজের সামনে থেকে চোরাইকৃত ২টি অটোরিক্সা উদ্ধার করে। এ সময় আন্তঃজেলা অটো চোরচক্রের সদস্য মোঃ আনার মিয়া, মোঃ লিটন, মোঃ মাসুদ ও মোঃ কামরুল হাসানকে গ্রেপ্তার করে। তাদের স্বীকারোক্তি অনুযায়ী রাতেই পুলিশ অভিযান চালিয়ে ভালুকার জামিরদিয়া থেকে চোরাইকৃত ১টি মিশুকসহ মোঃ শামীম মিয়াকে গ্রেপ্তার করে। গ্রেফতারকৃতরা আন্তঃজেলা চোরাই অটোরিক্সা ও মিশুক চোর চক্রের সক্রিয় সদস্য বলে পুলিশ দাবি করছে। এই চোর চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে বলে ওসি মফিদুল ইসলাম জানান ।
মন্তব্য