ময়মনসিংহের ত্রিশাল উপজেলার হরিরামপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সহ মাদক কারবারি মিনাকে গ্রেপ্তার করেছে পুলিশ ।
ত্রিশাল থানার অফিসার ইন-চার্জ মনসুর আহাম্মদ এর নেতৃত্বে পুলিশের একটি চৌকস টীম শনিবার (২১-জুন) সকাল সাড়ে দশটায় দরিরামপুর বাইল্লা বাড়ি এলাকার জৈনিক শাহজাহানের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমান গাজা সহ মিনাকে গ্রেপ্তার করে।
মাদকের এমন বিপজ্জনক কার্যক্রম বন্ধে পুলিশের এই সাহসী উদ্যোগে এলাকাবাসীর মাঝে স্বস্তির নিঃশ্বাস পড়েছে। স্থানীয়রা মাদক কারবারি মিনা দীর্ঘদিন যাবত প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা চালিয়ে আসছেন।
মাদক কারবারি মিনা গ্রেপ্তার হওয়া স্থানীয় এলাকাবাসী ত্রিশাল থানার অফিসার ইন-চার্জ মনসুর আহাম্মদ সহ ত্রিশাল থানা পুলিশের সকল সদস্যকে সাধুবাদ জানিয়ে বলেন, “মাদকবিরোধী এ ধরনের অভিযান চলমান থাকলে যুব সমাজ ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে। সামাজিক নিরাপত্তা নিশ্চিত হবে এবং অপরাধ নিয়ন্ত্রণ থাকবে।”
এবিষয়ে সত্যতা নিশ্চিত করে ত্রিশাল থানার অফিসার ইন-চার্জ মুনসুর আহাম্মদ জানান, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদকের বিষাক্ত ছোবল থেকে যুব সমাজকে রক্ষার ময়মনসিংহ জেলা পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর নির্দেশে মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযানে মাদক কারবারি মিনাকে গ্রেপ্তার করা হয়। এবং তার কাছ থেকে মাদকদ্রব্য উদ্ধার হয়।
মন্তব্য