ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার অভিযানে ৩৬ কেজি গাঁজা বহনকারী সিএনজি জব্দ করা হয়েছে। এ সময় জামাল মিয়া নামের আলোচিত মাদক কারবারিকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ঈশ্বরগঞ্জের নওপাড়া থেকে এই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
ময়মনসিংহ বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা শাখার সহকারী পরিচালক মোঃ কাওসারুল হাসান রনি জানান, তার নেতৃত্বে বুধবার সকালে ঈশ্বরগঞ্জের নওপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে একাধিক মাদক মামলার আসামী কিশোরগঞ্জের ভৈরবের কান্দিপাড়ার মোঃ জামাল মিয়াকে ৩৬ কেজি গাঁজা ও গাঁজা বহনে ব্যবহৃত একটি সিএনজিসহ গ্রেফতার করা হয়েছে। তার পিতার নাম মৃত ইব্রাহিম সর্দার।
মাদকদ্রব্য উদ্ধারের বিষয়ে উপ পরিদর্শক মোঃ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে গ্রেফতারকৃত জামাল মিয়ার বিরুদ্ধে ঈশ্বরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করেছেন।
মন্তব্য