ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার চক রাধাকানাই গ্রামে অনুমোদন ছাড়াই হারবাল ওষুধ তৈরি করার অপরাধে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৬-জুলাই) রাতে ফুলবাড়িয়া থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে সাইদুল ইসলাম নামের ওই ব্যক্তিকে আটক করেন। সে উপজেলার ছাইতানতলা এলাকার বাসিন্দা।
অভিযানে ফুলবাড়ীয়ার বালিয়ান ইউনিয়নের একটি বাড়ির নিচতলার ভাড়া করা কক্ষ থেকে প্রায় ২১ লাখ টাকার অনুমোদনহীন উত্তেজক হারবাল ওষুধ, সিরাপ, হালুয়া, তেল, পাউডার ও উৎপাদনের সরঞ্জাম উদ্ধার করা হয়। পুলিশ জানায়, অভিযান চালানোর সময় সাইদুলের সাথে থাকা আরো কমপক্ষে ১০/১২ জন পালিয়ে যায়।
জব্দকৃত আলামতের মধ্যে ছিল- শত শত বোতল ও কৌটা ভর্তি ক্যাপসুল, সিরাপ, তেল, প্রিজারভেটিভ, কাঁচামাল, লেবেল, ক্যাপসুল তৈরির মেশিন ও প্যাকেট সিলিং মেশিন।
এবিষয়ে সত্যতা নিশ্চিত করে ফুলবাড়ীয়া থানার ওসি রুকনুজ্জামান জানান, আটক সাইদুল কোনো অনুমোদনের কাগজ দেখাতে পারেননি। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এদিকে ফুলবাড়ীয়া উপজেলার চৌদার গ্রামে অনলাইন হারবাল ব্যবসার নামে প্রতারণার অভিযোগও রয়েছে। সেখানে অর্ধশতাধিক ব্যক্তি এই ব্যবসার সঙ্গে জড়িত বলে জানা যায়।
পুলিশ জানায়, প্রতারণার একটি মামলায় ওই এলাকার কয়েকজনের নাম রয়েছে এবং পলাতকদের ধরতে অভিযান চলছে। ওসি আরো জানান, অনুমোদনহীন ওষুধ তৈরি ও বিক্রির বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য