ময়মনসিংহে এইচএসসি-২০২৫ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তারাকান্দা উপজেলায় দুই শিক্ষককে বহিষ্কার করেছে কর্তৃপক্ষ ।
উপজেলার ফজলুল হক চৌধুরী মহিলা কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের প্রভাষক মো. জয়নাল আবেদীন খোকা এবং গণিত বিভাগের প্রভাষক মো. হাবিবুর রহমান পরিক্ষার্থীর ওএমআর সীট পূরণ করে দেওয়ার অভিযোগ এই দুইজনকে বহিষ্কার করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন জানান, গত ১৩ জুলাই পরীক্ষা শেষে অফিস কক্ষে বসে ওই দুই শিক্ষক শিক্ষার্থীদের ওএমআর শিট পূরণ করছিলেন। সিসিটিভি ফুটেজে ঘটনাটি ধরা পড়লে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।
বৃহস্পতিবার (১৭-জুলাই) দুপুরে তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার জানান, অভিযুক্তদের বিরুদ্ধে নিয়মিত মামলার পাশাপাশি বিভাগীয় মামলা করা হবে এবং তাদের বরখাস্তের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হবে।
এবিষয়ে তারাকান্দা থানার অফিসার ইন-চার্জ টিপু সুলতান জানান, দুই শিক্ষককে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং অভিযোগ দায়েরের পর পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
মন্তব্য