ময়মনসিংহে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে একটি চোরাই লেগুনা গাড়ি উদ্ধার করে ডিবি।
বুধবার (১৬-জুলাই) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রায়েরগঞ্জ বাজার থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অফিসার ইন-চার্জ মফিদুল ইসলাম জানান, পুলিশ সুপার কাজী আখতার উল আলমের নির্দেশে ডিবি পুলিশ চুরি, ছিনতাই, ডাকাতিরোধসহ অন্যান্য অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই অংশ হিসেবে বুধবার এসআই মোঃ রফিকুল ইসলাম সংগীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে গৌরীপুরের রায়েরগঞ্জ বাজার থেকে একটি চোরাই লেগুনা গাড়ী উদ্ধার করা হয়। এ সময় আন্তঃজেলা গাড়ি চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, শরীয়তপুরের জাজিরা থানার বড়কান্দী নাগিবপাড়া গ্রামের মো. আবু বক্করের ছেলে মো. শাকিল মিয়া, বরিশালের গৌরনদীর উপজেলার শাহজাহান বেপারীর ছেলে মো. সালাউদ্দিন এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মো. রাসেল মিয়া।
পুলিশ জানায়, চক্রটি দীর্ঘদিন যাবৎ চোরাই গাড়ী চোর চক্রের সহিত জড়িত এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃত চোরদের বিরুদ্ধে গৌরীপুর থানায় বৃহস্পতিবার (১৭-জুলাই) মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে নিকট সোপর্দ করা হয়েছে।
মন্তব্য