ময়মনসিংহে মাদক বিরোধী অভিযান চালিয়ে হেরোইনসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (১৯-জুলাই) রাতে জেলার ফুলপুরের ভাইটকান্দি থেকে তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে ৪০ গ্রাম হেরোইন উদ্ধার করে ডিবি পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, ফুলপুর উপজেলার ভাইটকান্দি মধ্যপাড়ার রবি মিয়া ও শাহ আলী।
জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অফিসার ইন-চার্জ মফিদুল ইসলাম জানান, পুলিশ সুপার কাজী আখতার উল আলমের নির্দেশে মাদক বিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে শনিবার রাতে এসআই মো. সোহরাব আলী সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ফুলপুর উপজেলার ভাইটকান্দি এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে ফুলপুর উপজেলার ভাইটকান্দি সখল্যা মোড় সংলগ্ন এলাকা থেকে ৪০ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলো, ভাইটকান্দি মধ্যপাড়ার আব্দুর রহমানের ছেলে রবি মিয়া এবং একই এলাকা সাজিম উদ্দিনের ছেলে মোঃ শাহ আলী।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামীদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
মন্তব্য