ময়মনসিংহ নগরীতে চাদা আদায়ে ব্যর্থ হয়ে প্রায় কোটি টাকার সম্পত্তি জবর দখল করে চালা ঘর তৈরি করে নিয়েছে। বলাশপুর হাক্কানীর মোড়ে রবিবার রাতে এ ঘটনা ঘটে। চাদাবাজরা বাউন্ডারি ঘেরা ঐ জমিতে থাকা নামফলক ভেঙে তাদের নামে নামফলক টানিয়ে দিয়েছে। এ ঘটনায় জমির মালিক বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ প্রধান যন্ত্র প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫ জনের নামে কোতোয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা গেছে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপ প্রধান যন্ত্র প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান
বিগত ২০০৮ সালে বলাশপুর হক্কানীর মোড় সংলগ্ন বলাশপুর মৌজায় ৪ শতাংশ জমি ক্রয় করেন। যাহার সাবেক দাগ নং-২৩০ বর্তমান-৬৫২৭, খতিয়ান নং-২২৯৬, হোল্ডিং নং-২৩৫২। তিনি অভিযোগে বলেন, উক্ত জমি কিনে বাউন্ডারি নির্মাণ, নামফলক লাগিয়ে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছেন। হঠাৎ ৪/৫ দিন আগে অজ্ঞাত ফোন থেকে তাকে কল করে জানায়, আমার নাম আল-আমিন আপনার ক্রয়কৃত জমি আপনার মালিকানায় রাখতে চাইলে আমাকে ৫ লাখ টাকা চাঁদা দিতে হবে। তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানাইলে এই চক্রের বাবু তার ব্যক্তিগত ফোন থেকে কল করে পূণরায় চাঁদা দাবী করে এবং তার সাথে কথা বলার একপর্যায়ে শফিকুল ওরফে সফি তার কাছ থেকে ফোন নিয়ে জমির মালিক মনিরুজ্জামানকে ভয়ভীতি দেখিয়ে গালিগালাজ কর চাঁদা দিতে বলে। জমির মালিক তাদের কথায় কর্ণপাত না করায় গত ১৬ জুলাই মনিরুজ্জামানের কর্মস্থলের সামনে এসে চক্রটি তার রাস্তা অবরোধ করে আবারো চাদা দাবী করে। এ সময় চক্রটি মনিরুজ্জামানকে হুমকি দিয়ে বলে তাদের চাহিদামতো চাঁদা প্রদান না করলে ২৪ ঘন্টার ভিতরে তার ক্রয়কৃত জায়গা দখল নিয়ে যাবে। এর পরই গত ২০ জুলাই রাত প্রায় ৮ টার দিকে তার ক্রয়কৃত জায়গার বাউন্ডারির নাম ফলক ভেংগ চাদাবাজদের প্রধান আল আমিনের মায়ের নাম ফল টানিয়ে জমির বাউন্ডারির গেইটের তালা ভেংগে অনধিকার প্রবেশ করে টিনের অস্থায়ী চালা তৈরি করেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে যাওয়া মাত্রই মোঃ আল-আমিন, বাবু, সফিকুল ওরফে সফি, আনোয়ারা বেগম ও মারুফ সহ অজ্ঞাত আরো ১০/১৫ জন ব্যক্তি তাকে আক্রমণ করে বেপরোয়াভাবে আঘাত করে এবং তাদের হাতে থাকা অস্ত্রশস্ত্র দেখিয়ে হুমকি প্রদান করে তাদের চাহিদা পূর্ণ না করলে কিংবা এ বিষয়ে কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করলে কোন দিন ক্রয়কৃত এই জায়গা ভোগ দখলে যেতে পারবেন না। চক্রটি যে কোন সময় তিনিসহ তার পরিবারের যে কোন সদস্যকে খুন, গুম ও মারাত্মক আঘাত করার হুমকি প্রদানের হুমকি দেয়।
মন্তব্য