দেশের বিচার বিভাগ ও গণতন্ত্র ধ্বংসের বীজ রোপনকারী মূল কারিগর সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
বৃহস্পতিবার (২৪-জুলাই) সকাল আটটার দিকে ডিবি পুলিশ ধানমন্ডির বাসা থেকে গ্রেপ্তার করেন। এ তথ্য নিশ্চিত করেছেন, ডিবির যুগ্ম কমিশনার মোহাম্মদ নাসিরুল ইসলাম।
জানা যায়, সম্প্রতি সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে গ্রেপ্তার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
তিনি প্রধান বিচারপতির দ্বায়িত্ব গ্রহণ করেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষক নন, খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে উচ্ছেদ, ত্রয়োদশ সংশোধনী মামলায় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেন।
দেশের ১৯-তম প্রধান বিচারপতি হিসাবে এবিএম খায়রুল হক শপথ নেন ২০১০ সালের ৩০ সেপ্টেম্বর। পরের বছর (২০১১ সাল) ১৭ মে ৬৭ বছর পূর্ণ হওয়ায় তিনি অবসর গ্রহণ করেন।
শেখ হাসিনা সরকার পতনের পর গত ১৮ আগস্ট ঢাকা আইনজীবী সমিতির সদস্য ইমরুল হাসান বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা করেন।
উল্লেখ, ইতোমধ্যেই বেশ কয়েকটি মামলা রয়েছে গ্রেপ্তার হওয়া বিচারপতি (অব) এবিএম খায়রুল হকের বিরুদ্ধে । শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে সব ধরনের আইন প্রয়োগ করেন তিনি – রাস্ট্র ব্যবস্থা ও গনতন্ত্র ধ্বংসের মুলহোতার ভুমিকায় ছিলেন এই বিচারপতি।
সাবেক প্রধান বিচারপতিকে রাজধানীর মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। খায়রুল হকের বিরুদ্ধে রাজধানীর যাত্রাবাড়ী ও নারায়ণগঞ্জে মোট তিনটি মামলা রয়েছে। এর মধ্যে যেকোনো মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হচ্ছে বলে জানান নাসিরুল ইসলাম।
মন্তব্য