ঢাকা , সোমবার , ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ, ১৪৩১

বিট পুলিশের মাধ্যমে পুলিশিং কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দেয়া হয়েছে : গণপূর্ত প্রতিমন্ত্রী

দৈনিক বার্তা প্রতিদিন ডেস্ক।।
আপডেটঃ শনিবার, ২১ জানুয়ারি, ২০২৩, ৩:২১ পূর্বাহ্ণ

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, বর্তমান সরকার পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম চালু করেছে। এর মাধ্যমে প্রতিটি ইউনিয়নে পুলিশের একটি বিট স্থাপন করা হয়েছে, যেখানে একজন সাব ইন্সপেক্টর বিট কর্মকর্তা এবং একজন এএসআই সহকারী বিট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর ফলে পুলিশিং কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।

আজ ময়মনসিংহের তারাকান্দা উচ্চ বিদ্যালয় মাঠে বিট পুলিশ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শরীফ আহমেদ বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। সরকারি পরিষেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার সব রকম পদক্ষেপ গ্রহণ করেছে। এমনকি ডিজিটাল ডিভাইসের মাধ্যমেও ঘরে বসে সরকারি পরিষেবা গ্রহণের ব্যবস্থা করেছে সরকার। এতে মানুষের অর্থ ও সময় সাশ্রয়ের পাশাপাশি সরকারি কাজে গতিশীলতা বৃদ্ধি পেয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, বিট কর্মকর্তা প্রতি সপ্তাহে বিট অফিসে স্থানীয় লোকদের নিয়ে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতবিনিময় করে থাকেন। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি মানুষের মাঝেও সচেতনতা সৃষ্টি হয়েছে। ফলে সমাজে অপরাধ প্রবণতা হ্রাস পেয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি সাধিত হয়েছে।
ময়মনসিংহের পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী শীতার্ত, অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে  পৃথক অপরাধে গ্রেফতার-১৪ যতদিন বেঁচে আছি সাধারণ মানুষের উপর জুলুম অত্যাচার হতে দিবো না : মেজর হাফিজ মাদক ও চোরাচালান দমনে ময়মনসিংহে ডিবি’র অভিযানে গ্রেপ্তার-২ ময়মনসিংহের শম্ভুগঞ্জে প্রতারক চক্রের কবলে ব্যবসায়ী আহসান হাবিব : থানায় মামলা ময়মনসিংহে নবাগত পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর যোগদান ৫৩ বছরে শাসকরা এদেশ থেকে বৈষম্য দূর করতে পারেনি -মুফতি ফয়জুল করিম ময়মনসিংহে হিফযুল কোরআন প্রতিযোগিতা ২০২৪-২৫ অনুষ্ঠিত দিনাজপুরে জাতীয় সাংবাদিক সংস্থার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পটুয়াখালী ভার্সিটির রেজিস্ট্রার দ্বায়িত্ব পেলেন অধ্যাপক আব্দুল লতিফ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ভারতীয় মদ উদ্ধার : গ্রেফতার-১ ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় ময়মনসিংহে নাশকতা ও অপহরণসহ পৃথক অপরাধে গ্রেপ্তার -৮ পূর্বধলায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন ফের গ্রেপ্তার হলেন ময়মনসিংহ মটর মালিক সমিতির মহাসচিব মাহাবুব ইজতেমা মাঠ দখল নিয়ে সংঘর্ষ : জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা পুলিশের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মা ও ছেলের ছয় মাসের কারাদণ্ড ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উৎযাপিত ময়মনসিংহে যৌথবাহিনীর অভিযানে কাইল্লা আরমান গ্রেপ্তার ঝিনাইগাতীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন তজুমদ্দিন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত  গোপালগঞ্জে প্রাক-বড়দিন অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ শতাধিক শিশু-কিশোর শিক্ষার্থীকে নিপীড়ন ও হেনস্থা অভিযোগে পটুয়াখালী ভার্সিটির এক শিক্ষক বরখাস্ত পটুয়াখালী ভার্সিটিতে মহান বিজয় দিবস উদযাপিত ময়মনসিংহে অপরাধ নিয়ন্ত্রণে কোতোয়ালী পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার-৪ ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস পালন খাদ্যের সন্ধ্যানে বাসাবাড়ীতে অবস্থান নিচ্ছে মুখপোড়া হনুমান যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহ জেলা পুলিশের বিজয় দিবস উদযাপন