গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ বলেছেন, বর্তমান সরকার পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম চালু করেছে। এর মাধ্যমে প্রতিটি ইউনিয়নে পুলিশের একটি বিট স্থাপন করা হয়েছে, যেখানে একজন সাব ইন্সপেক্টর বিট কর্মকর্তা এবং একজন এএসআই সহকারী বিট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর ফলে পুলিশিং কার্যক্রম জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে।
আজ ময়মনসিংহের তারাকান্দা উচ্চ বিদ্যালয় মাঠে বিট পুলিশ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শরীফ আহমেদ বলেন, বর্তমান সরকার জনবান্ধব সরকার। সরকারি পরিষেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার সব রকম পদক্ষেপ গ্রহণ করেছে। এমনকি ডিজিটাল ডিভাইসের মাধ্যমেও ঘরে বসে সরকারি পরিষেবা গ্রহণের ব্যবস্থা করেছে সরকার। এতে মানুষের অর্থ ও সময় সাশ্রয়ের পাশাপাশি সরকারি কাজে গতিশীলতা বৃদ্ধি পেয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, বিট কর্মকর্তা প্রতি সপ্তাহে বিট অফিসে স্থানীয় লোকদের নিয়ে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতবিনিময় করে থাকেন। এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের সক্ষমতা যেমন বৃদ্ধি পেয়েছে তেমনি মানুষের মাঝেও সচেতনতা সৃষ্টি হয়েছে। ফলে সমাজে অপরাধ প্রবণতা হ্রাস পেয়েছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক উন্নতি সাধিত হয়েছে।
ময়মনসিংহের পুলিশ সুপার মাসুম আহম্মেদ ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার জনগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী শীতার্ত, অসহায় ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
মন্তব্য