শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ভারতীয় নিষিদ্ধ অবৈধ মাদকে ভাসছে উপজেলার পুরো এলাকায়। এ চক্রে জড়িয়ে পরেছে যুব সমাজ।
গতকাল রোববার (১-সেপ্টেবর) রাত দুইটার সময় শেরপুরের পুলিশ সুপার আমিনুল ইসলামের নির্দেশে ঝিনাইগাতী থানার অফিসার ইন-চার্জ আল আমিন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল আজম পাহাড়ি এলাকায় অভিযান পরিচালনা করেন। সোমবার ভোর ৫টার দিকে গারো পাহাড়ের পূর্ব রাংটিয়া নির্জন স্থান থেকে ৩৮০পিস অবৈধ ভারতীয় বিভিন্ন ব্রান্ডের বস্তা ভর্তি মদ উদ্বার করেন । ২০২৪ সালের ৫ই আগস্টে সরকার পতনের পর মাদক কারবারীরা সক্রিয় হয়ে উঠে। হিরোইন,ইয়াবা গাজা ও ভারতীয় মদে ভাসছে ঝিনাইগাতী উপজেলা। ফলে উপজেলার বিভিন্ন পেশার মানুষ সহ যুব সমাজ ধবংসের পথে পা বাড়াচ্ছে । দফায় দফায় সীমান্ত এলাকা দিয়ে মাদক আমদানী ও আটক হওয়ার ফলে সচেতন মহলে প্রশ্ন উঠেছে । উপজেলার ৭টি ইউনিয়নেই মাদকসেবীরা বিভিন্ন অপকর্মে জড়িত হয়ে পড়ছে । চোরাকারবারীরা বড় বড় মদের চালান সহ অবৈধ ভারতীয় প্রসাধনী, কাপড় ও কম্বল আমদানী করে ঢাকায় পাচারের উদ্দেশ্যে এসব মালামাল ভারত থেকে নামিয়ে থাকে । পুলিশের চোখকে ফাঁকি দিয়ে এসব মালামাল ঢাকায় রপ্তানি করে অনেকেই আঙ্গুল ফুলে কলাগাছ হয়ে গেছে । স্থানীয় অনেক রাঘব বোয়ালরা এর সাথে জড়িত বলে জানা গেছে।
এ ব্যাপারে অফিসার ইন-চার্জ আল আমিন জানান, মাদকের ব্যাপারে পুলিশ জিরো টলারেন্স। আমাদের নিকট তথ্য থাকলে আমরা অভিযান পরিচালনা করে আইনের আওতায় নিয়ে আসি। এ ব্যাপারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে । থানায় নিয়মিত মামলা রুজু হচ্ছে বলে তিনি জানান ।
মন্তব্য