ময়মনসিংহে ভুয়া সাংবাদিকদের অপ-তৎপরতা দিনে দিনে বেড়েই চলেছে, পেশাদার সাংবাদিকতা রয়েছে ঝুকিপূর্ণ অবস্থায়। নেইকোন প্রতিকার, কে করবে প্রতিকার ? মূলধারার পেশাদার সাংবাদিকরা রয়েছে বিপাকে। যত্রতত্র ফেইসবুক লাইভ, নামসর্বস্ব পত্রিকা ও অনলাইনের প্রেস লেখা স্টিকার ও আইডি কার্ড ঝুলিয়ে অবাধে চলাচল করছে সাংবাদিক নামধারী ভুয়া ব্যক্তিরা। নেই কোনো একাডেমিক শিক্ষার সনদ।
গত জুলাই আগস্ট আন্দোলনের পর পিঠ বাঁচাতে – ফেন্সিডিল, ইয়াবা, মদ ব্যবসায়ী ও রাজনীতির মামলা থেকে নিজেকে বাঁচাতে কিছু অপসাংবাদিক চিহৃিত সকলের চোখে – তাদের ছত্রছায়াই এরা রাতারাতি সাংবাদিক কার্ড ঝুলিয়ে উল্টো সাধারন মানুষকে হয়রানি করছে বলে জানা যায় । কেউ কেউ আবার ১০ থেকে ২০ হাজার টাকায় তাদের কে সাথে -পাশে রেখে সাংবাদিক স্বীকৃতি পাওয়া পর্যন্ত সময় দেওয়ার চুক্তি করেছে বলেও জানা যায়। এদিকে তাদের সহযোগী করে রেখে যে টাকা উপার্জন হবে – সেই টাকার অর্ধেক ভাগ উস্তাদ সাংবাদিক নিয়ে নিবে ।
ময়মনসিংহের প্রতিটি মানুষ এদের অত্যাচারে অকুণ্ঠিত । তথ্য মন্ত্রনালয় কবে কি ভাবে এর সমাধান দিবেন ! আদো তাড়া ভাবছেন কি এই পেশাটাকে মূলধারায় নিয়ে আসা যায় কিনা ।
রাষ্ট্র এর দায়িত্ব এড়িয়ে যেতে পারেনা। কি ভাবে প্রতিকার করা যায় অপ-সাংবাদিকতার। এখনি এর লাগাম টেনে না ধরলে সামনের দিনগুলো আরো অন্ধকার। সাংবাদিক নাম শুনলে বা পরিচয় দিলে ঘৃণার চোখে দেখছে সাধারন মানুষ।
মন্তব্য