ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির সাংগঠনিক কার্যক্রম বেগবান রাখতে সালাহউদ্দিন আহমেদ মুক্তিকে আহবায়ক করে ১৩৫ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।
জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী’র সুপারিশে সাবেক এমপি সালাহ উদ্দিন আহমেদ মুক্তি-কে আহবায়ক এবং ২৪ জন নেতৃবৃন্দকে যুগ্ম আহবায়ক করে জাতীয় পার্টি, ময়মনসিংহ জেলা শাখা’র ১৩৫ (একশত পঁয়ত্রিশ) সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।
জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর অনুমোদনক্রমে যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।
আজ রবিবার (৭-সেপ্টেম্বর) জাতীয় পার্টির দফতর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন।
মন্তব্য