ময়মনসিংহ নগরী ও সদর উপজেলা এলাকাকে মাদক মুক্ত করতে কঠোর হুশিয়ারি দিয়েছেন কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শিবিরুল ইসলাম, তিনি বলেছেন এ নগরীতে মাদক আর ওসি এক সঙ্গে থাকবে না, ওসি থাকলে মাদক- ছিনতাই থাকবে না, আর মাদক- ছিনতাইকারী থাকলে ওসি থাকবে না!
শিবিরুল ইসলাম বলেন, আমি কোতোয়ালী মডেল থানার ওসি এই প্রথমবারের মত এসেছি আপনার কাছে সরাসরি এবং শেষবারের মত বলে যাচ্ছি-‘মাদক বিক্রেতা ও মাদকসেবীরা এবং ছিনতাইকারীরা দেশ ও জাতির শত্রু, এদের কোনো ছাড় নেই, মাদক এর সঙ্গে জড়িতরা যত ক্ষমতাধরই হোক তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না, আমি দায়িত্বে থাকাকালীন কোন মাদক কারবারি ও মাদকসেবী বা ছিনতাইকারী মুক্ত বাতাসে ঘুরে বেড়াতে পারবে না। হয় তাদেরকে মাদক ও ছিনতাই ছেড়ে সুস্থ্য জীবনে ফিরে আসতে হবে, না হয় তাদের স্থান হবে কারাগারে।
মন্তব্য