সাবেক ছাত্র নেতা শহিদুল ইসলাম স্বপন মন্ডল জাতীয় পার্টির একজন সফল রাজনীতিবিদ। তিনি ময়মনসিংহ জেলা জাতীয় পার্টির যুগ্ন আহ্বায়ক ও জেলা জাতীয় শ্রমিক পার্টির সভাপতি’র দায়িত্ব পালন করছেন। নেতাকর্মীদের মাঝে রয়েছে তার ব্যাপক গ্রহন যোগ্যতা।
ময়মনসিংহ সদরের বিরোধী দলীয় নেতা বর্তমান সাংসদ বেগম রওশন এরশাদের পর ত্যাগী নিষ্ঠাবান হিসাবে সদর আসনে দলীয় নেতাকর্মীদের মধ্যে তার গ্রহন যোগ্যতা রয়েছে বলে সদর ময়মনসিংহে নেতৃবৃন্দ মনে করেন। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য দলীয় মনোনয়ন চাইবেন বলে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জানিয়েছেন।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মুহাম্মদ কাদের এমপি’র উত্তরা বাসভবনে শহিদুল ইসলাম স্বপন মন্ডল দলীয় নেতা কর্মীদের নিয়ে শনিবার (১৩ মে) সকাল ১০টায় সৌজন্যে সাক্ষাৎ করে দলীয় মনোনয়ন চাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান।
জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মুহাম্মদ কাদের তৃণমূল পর্যায়ে কাজ করার নির্দেশনা দেন এবং জেলা জাতীয় পার্টিকে ঐক্যবদ্ধ ভাবে আরও সুসংহত করার প্রয়োজনী পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেন।
মন্তব্য