ঢাকা , সোমবার , ২১ জুলাই, ২০২৫, ৬ শ্রাবণ, ১৪৩২

মুক্তাগাছায় শ্রেনীকক্ষে পাঠদানকালে নারী শিক্ষক’কে লাঞ্ছিতের অভিযোগ!

দৈনিক বার্তা প্রতিদিন রিপোর্ট।।
আপডেটঃ বুধবার, ২৬ জুলাই, ২০২৩, ৬:১২ অপরাহ্ণ

ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ৯২নং খিলগাতী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শ্রেনীকক্ষে পাঠদানকালে সহকারী শিক্ষক রিপা সুলতানাকে কোমলমতি শিশু শিক্ষার্থী-শিক্ষকদের সামনে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে মুক্তাগাছা মহাবিদ্যালয়ের কম্পিউটার ডেমোন্সট্রেটর শেখ মোহাম্মদ আক্তারুজ্জামান উরফে জুয়েলের (৪৫) বিরুদ্ধে। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী, দাম্পত্য জীবনে রিপা সুলতানা দুই সন্তানের জননী।

গত (১৩ জুলাই) বৃহস্পতিবার ২টা ২০মিনিটে এঘটনা ঘটে।

এ বিষয়ে পুলিশ সুপার ময়মনসিংহ এবং মুক্তাগাছা মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি বরাবর লিখিত অভিযোগ করেছে সহকারী নারী শিক্ষক রিপা সুলতানা।

অভিযোগ সূত্রে জানা যায়, শেখ মুহাম্মদ আক্তারুজ্জামান স্ত্রী-সন্তানদের কোন প্রকার ভরনপোষণ না করায় স্ত্রী রিপা সুলতানা বাদী হয়ে পারিবারিক আদালতে ভরনপোষণ মামলা দায়ের করেছে। যার নং-৮৪/২১। বিদ্যালয়ে যাতায়াতকালীন তিনি মামলা তুলে নেয়ার জন্য অকথ্য ভাষায় গালিগালাজ ও শারীরিক নির্যাতন করায় থানায় জিডি’র প্রেক্ষিতে পুলিশ তদন্তে সত্যতা পায়, যার নন জিআর মামলা নং-৫৬/২১।

অপরদিকে শেখ মোঃ আক্তারুজ্জামান কম্পিউটার ডেমোন্সট্রেটর পদে চাকুরি করে নিজেকে প্রভাষক পরিচয় দিয়ে বিজ্ঞ আদালতে মিথ্যা ও হয়রানিমূলক মামলা দায়ের করেছে বলে অভিযোগে উল্লেখ করেছেন স্ত্রী রিপা সুলতানা। মামলা নং-৭৪/২১।

জানা যায়, কলেজে নিদৃিষ্ট সময়ে অবস্থান না করা, কলেজে উপস্থিত না হয়েও স্বাক্ষর করা, শিক্ষার্থীদের যৌন হয়রানি, জমি দখলসহ নানান অপকর্মের ফিরিস্তি নিয়ে ইতিপূর্বে জাতীয় ও স্থানীয় গণমাধ্যমে বেশ কয়েকবার শিরোনাম হয়েছিলেন এই শেখ মোহাম্মদ আক্তারুজ্জামান।তার অপকর্মের সংবাদ প্রকাশ করায় প্রথমে তিনি সাংবাদিকদের বিভিন্নভাবে হুমকী প্রদানসহ মিথ্যা মামলায় জরিয়ে হয়রানি করার উদ্দেশ্যে থানায় মিথ্যা জিডি করলেও পরবর্তীতে নিজের দোষ স্বীকার করে জিডি প্রত্যাহার করে নিজেকে সংশোধন করে নিবেন মর্মে লিখিত প্রতিবাদ ও ব্যাখ্যা দেন যা বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় প্রকাশ হয়েছে।

সরেজমিন তদন্তে গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক দৈনিক ঢাকা প্রতিদিন’কে জানান, আমি দ্বিতীয় তলায় অফিসে ছিলাম, গালিগালাজ শুনে নিচে গিয়ে দেখি রিপা ম্যাডামের স্বামী তাকে মাঠে দাঁড়িয়ে গালিগালাজ করছে, শিক্ষার্থীরা শ্রেনীকক্ষ থেকে বেরিয়ে এসেছে,আমি তাকে থামানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে শিক্ষার্থীদের ক্লাসে নেওয়ার চেষ্টা করছিলাম। ততক্ষণে ঐ লোক শিশু বাচ্চাটাকে নিয়ে চলে গেছে। বিষয়টি আমি এটিইও ম্যাডামকে জানিয়েছি।

বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ ঘটনার সত্যতা স্বীকার করে দৈনিক ঢাকা প্রতিদিন’কে জানান, আমরা সবাই শ্রেনীকক্ষে পাঠদান করছিলাম, হঠাৎ উচ্চ স্বরে গালিগালাজ শুনে এসে দেখি উত্তেজিত অবস্থায় মেডামের স্বামী অকথ্য ভাষায় গালিগালাজ করছে, একপর্যায় আদালতে দায়ের করা মামলা প্রত্যাহারের কথা বলে ম্যাডামের কাছ থেকে শিশু কন্যা পূর্নতা(৪) কে জোরপূর্বক নিয়ে যায়। বিষয়টি খুবই ন্যাক্কার ও দুঃখজনক। বিদ্যালয় চলাকালীন এমন জগণ্যতম ঘটনার নিন্দা জানাই সেই সাথে ন্যায় বিচার প্রত্যাশা করি।

৫ম শ্রেনীর কোমলমতি শিক্ষার্থীরা জানান, ম্যাডাম আমাদেরকে পড়াইতেছিল, হঠাৎ এক বেডা ক্লাসে এসে ম্যাডামকে ধাক্কা মেরে বকাবকি করে ম্যাডামের বাচ্চা নিয়ে গেছে।

এ বিষয়ে মুক্তাগাছা মহাবিদ্যালয়ের গভর্নিং বডি’র সভাপতি পৌর মেয়র আলহাজ বিল্লাল হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

 

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ নগরীতে চাদাঁ না পেয়ে কোটি টাকার সম্পত্তি জবর দখল : থানায় অভিযোগ ময়মনসিংহ সরকারি কলেজের সাথে সোনালী ব্যাংকের অনলাইন সেবা কার্যক্রমে চুক্তি সম্পাদন ঝিনাইগাতীতে বিএনপি নেতা বহিস্কার প্রত্যাহারের কর্মসূচিকে ঘিরে পক্কে বিপক্ষে বিক্ষোভ   ময়মনসিংহে ডিবির পুলিশের অভিযানে দুই মাদক কারবারি গ্রেপ্তার ময়মনসিংহ জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত ময়মনসিংহ নগরীতে অপরাধ দমনে সিসি টিভি ক্যামেরা উদ্বোধন মা ও মেয়েকে ধর্ষণ : অভিযুক্ত ধর্ষককে গলা কেটে হত্যা ময়মনসিংহে যুবদল নেতা শহীদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত ময়মনসিংহে আন্তঃজেলা গাড়ি চোর চক্রের তিন সদস্য গ্রেপ্তার : চোরাই লেগুনা উদ্ধার ময়মনসিংহে এইচএসসি পরীক্ষায় ওএমআর সীট পূরণের অভিযোগে দুই শিক্ষক বহিষ্কার ফুলবাড়ীয়ায় অনুমোদনহীন হারবাল ওষুধসহ আটক এক ময়মনসিংহে ৩০২ বোতল বিদেশী মদসহ একটি প্রাইভেটকার আটক ময়মনসিংহের ডিবির অভিযানে তিন মাদক কারবারি গ্রেপ্তার ভালুকায় মা ও দুই শিশুসহ তিন খুনের মুলহোতা নজরুল গ্রেপ্তার ময়মনসিংহে ডিবির অভিযানে হেরোইনসহ ৩ জন গ্রেপ্তার ঝিনাইগাতীতে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা ও পুরস্কার বিতরণ ময়মনসিংহের ভালুকায় মা’সহ দুই সন্তানের লাশ উদ্ধার ময়মনসিংহে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৩৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১ ময়মনসিংহে ডিবির অভিযানে অবৈধ পিস্তলসহ গ্রেপ্তার-১ ময়মনসিংহে ছুরিকাঘাতে যুবক খুন। গ্রেপ্তার-২ ময়মনসিংহে পিবিআইয়ের অভিযানে ক্লুলেস হত্যার রহস্য উদঘাটন : ঘাতক গ্রেপ্তার ময়মনসিংহ র‍্যাবের অভিযানে অপহৃত স্কুল ছাত্রীসহ অপহরণ চক্রের মুলহোতা আটক ফুলবাড়ীয়ায় বিপুল পরিমান যৌন উত্তেজক ট্যাবলেটসহ একজন গ্রেপ্তার ময়মনসিংহ নগরীতে পুলিশের অভিযানে চিহ্নিত ৪ ছিনতাইকারী গ্রেপ্তার ঝিনাইগাতী তিন ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে পৃথক অপরাধে গ্রেপ্তার-২৩ ঝিনাইগাতীতে সদর বাজারের সরকারি শেডগুলো ব্যক্তি মালিকানায় ময়মনসিংহে র‍্যাবের অভিযানে অপহরণকারীচক্রের দুই সদস্য আটক মানিকের বাবা গোরাঙ্গ লাল মন্ডলের মৃত্যুতে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির শোক ময়মনসিংহে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত