ময়মনসিংহ সদর উপজেলার ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়নের রাঘবপুর গাংপাড়ায় স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৩ঘটিকায় ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শহিদুল্লাহ হক রাজিব মন্ডলের সভাপতিত্বে ও সদর উপজেলা সভাপতি প্রকৌশলী রাজিবুল আলম বিপ্লব এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু’।
এসময় ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক রেজাউল হাসান বাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হুমায়ুন কবির হিমেল, মহানগর আওয়ামী যুবলীগ নেতা রাফিউল আদনান প্রিয়ম, সাবেক ছাত্রনেতা আল মামুন, ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ এনামুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ মামুন, দেলোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে লেংরাবাজার উন্নয়ন কমিটির উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ খেলায় ৭নং চর নিলক্ষীয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফারুকুল ইসলাম রতনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন এ কে এম আফজালুর রহমান বাবু। খেলা উদ্বোধন করেন ময়মনসিংহ সিটি করপোরেশন ৩৩নং ওয়ার্ড আওয়ামী যুবলীগের সভাপতি, কাউন্সিলর মুহাম্মদ শাহজাহান মুনির।
এসময় ময়মনসিংহ জেলা, মহানগর, সদর উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ সহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
মন্তব্য