পটুয়াখালীর দুমকী উপজেলার ৫টি ইউনিয়নের কৃষি বিভাগের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে আমন ধানের বীজ, সার ও নারিকেল চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২জুলাই) বেলা ১১ ঘটিকায় উপজেলা কৃষি বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদের অডিটরিয়ামে আয়োজিত প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণী উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাহীন মাহমুদ এর সভাপতিত্বে এবং উপজেলা উপ সহকারী কৃষি কর্মকর্তা মোঃ মোশারেফ হোসেন গাজীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মোঃ কাওসার আমিন হাওলাদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি অফিসার মোঃ ইমরান হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমুন নাহার শিরিন, শ্রীরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজহার আলী মৃধাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কৃষক ও কৃষানীবৃন্দ।
কৃষি উপকরণ বিতরণী উদ্বোধনী অনুষ্ঠানে ৩হাজার ৯শ ৫০ জন কৃষককে ৫কেজি আমন ধানের বীজ, ২ প্রকারের ২০ কেজি সার ও ৪৫০জন হত দরিদ্রদের মাঝে ৫টি করে নারিকেল চারা বিতরন করা হয়।
মন্তব্য