ময়মনসিংহ পুলিশের মাসিক কর্মমুল্যায়নে সম্মাননা পেলেন ওসি শফিকুল ইসলাম
ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় পুলিশি সেবার সার্বিক কর্মমুল্যায়নে কোতোয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ শকিকুল ইসলাম খান ভালো কাজের জন্য পুরস্কৃত হয়েছেন।
সোমবার (২১ অক্টোবর ) ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় পুলিশি সেবার সার্বিক কর্মমুল্যায়নে কোতোয়ালী মডেল থানার অফিসার ইন-চার্জ শকিকুল ইসলাম খান এর হাতে ভালো কাজের জন্য সম্মাননা ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার আজিজুল ইসলাম। এ সময় জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইন-চার্জ শফিকুল ইসলাম খান জানান, ময়মনসিংহ নগরী ৩৩টি ওয়ার্ড এবং সদর উপজেলার ১১টি ইউনিয়নের আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সবসময় সজাগ থাকতে হয় কোতোয়ালি মডেল থানা পুলিশকে । জনবহুল এই থানায় সকল পুলিশ সদস্যই দ্বায়িত্বশীল। তাই ভালো কাজের মূল্যায়ন হিসেবে পুরষ্কারটি থানার প্রতিটি পুলিশ সদস্যের সহযোগিতায় অর্জন। এ অর্জন ও সফলতার অংশীদার এ থানার সকল সদস্য। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রেখে কোতোয়ালী মডেল থানা এলাকায় সব ধরণের অপরাধ কমিয়ে আনতে সার্বক্ষণিক কাজ করছি। আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা নিয়ে অপরাধ দমনে অভিযান জোরদার করা হবে।
মন্তব্য