ময়মনসিংহ গফরগাঁও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একাধিক মামলার আসামী আবদুল্লাহ্ আল-আমিন বিপ্লব (৫২)কে গ্রেফতার করেছে র্যাব-১৪।
বুধবার (২৩ অক্টোবর) ময়মনসিংহ র্যাব -১৪ অভিযান চালিয়ে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার পাগলা থানায় রজুকৃত বিস্ফোরক দ্রব্যাদি আইন ও হত্যাচেষ্টা সংক্রান্ত মামলায় এফআইআর ভুক্ত আসামী উপজেলা আওয়ামী লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক ও ১১নং লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন বিপ্লব (৫২)কে গ্রেফতার করা হয়।
র্যাব-১৪ সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামী আব্দুল্লাহ আল আমিন বিপ্লবকে কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে ।
মন্তব্য