ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের অভিযানে ডাকাত দলের সদস্য, চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীসহ পৃথক অপরাধে গত ২৪ ঘণ্টায় ১২জনকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী পুলিশ জানান, এসআই আনোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ডাকাতি মামলার আসামী আনোয়ার হোসেন ওরফে বদি(৪০), পিতা মৃত-হযরত আলী ওরফে প্রথম আলী, সাং- দক্ষিণ জালকাটা, থানা-শ্রীবরদী, জেলা -শেরপুরকে শেরপুর জেলার শ্রীবরদী থানা এলাকা থেকে গ্রেফতার করেন।
মঙ্গলবার (৫ নভেম্বর) ভোর রাতে সেনাবাহিনী ও কোতোয়ালী পুলিশের যৌথ অভিযানে অস্ত্র মামলার আসামী ১। শরিফা (৪২), পিতা-মৃত খাদেম আলী , সাং- আকুয়া দক্ষিনপাড়া খালপাড়, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করা হয় । কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া দক্ষিণপাড়া সাকিনস্থ ধৃত আসামী শরিফা (৪২) এর বসত বাড়ীর ভিতর হইতে এবং ২। আপেল (৩৬), পিতা-মৃত মোহাম্মদ আলী, সাং-আকুয়া, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া দক্ষিনপাড়া বন্ধু মহল সমবায় সমিতি এর অফিসের ভিতর হইতে গ্রেফতার করেন এবং তাহাদের নিকট হইতে ০৩টি তরবারি, ০১টি টেড্ডা, ০৮ বোতল মদ, ০৩টি রয়েল স্টিক, ৩৯৫ পিস ইনজেকশন উদ্ধার করেন।
এসআই সোহেল সঙ্গীয় ফোর্সসহ নগরীর আকুয়া এলাকায় অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী ১। মোঃ আশরাফুল আলম (৫২), পিতা- মৃত আব্দুল গফুর, সাং- ধোবাউড়া পশ্চিমপাড়া, থানা- ধোবাউড়া, জেলা- ময়মনসিংহ, ২। আবুল হাসেম (৬০), পিতা- সুরুজ আলী, সাং-বাদুয়া পশ্চিমপাড়া, থানা- দূর্গাপুর, জেলা- নেত্রকোনা, ৩। মোছাঃ নুর জাহান বেগম (৪৫), পিতা- মৃত হাছেন খান, স্বামী- মোঃ সামছ উদ্দিন, সাং- খালিপুর মধ্যম তরফ, এ/পি- কচিগাছা, থানা-গৌরিপুর, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করেন। এএসআই সোলায়মান কবির সঙ্গীয় ফোর্স নগরীর কাচারি ঘাট অভিযান চালিয়ে অন্যান্য মামলার আসামী ১। মোঃ নাদিম মিয়া (১৯), পিতা-মোঃ আনোয়ার , ২। মোঃ নয়ন মিয়া (১৯), পিতা-মোঃ সোহেল মিয়া, উভয় সাং-চর ঈশ্বরদিয়া, থানা-কোতোয়ালী মডেল, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করেন। এএসআই রাসেল মাহমুদ সংগীয় ফোর্স সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করিয়া অন্যান্য মামলার আসামী ১। মোঃ হৃদয় (১৮), পিতা- মোঃ বকুল মিয়া, সাং- গুচ্ছগ্রাম কলাবাগান( ৩১নং ওয়ার্ড), থানা কোতোয়ালী,জেলা-ময়মনসিংহ, ২। মোঃ ইমন (১৮), পিতা-মৃত-গোলাম হোসেন, মাতা-শেফালী, সাং- কেশরগঞ্জ, থানা- ফুলবাড়ীয়া, জেলা- ময়মনসিংহ, ৩। মোঃ আসাদ (৩৫), পিতা-মোঃ আব্দুল খালেক,মাতা-হালেমা, সাং-টাঙ্গাবর, ৪। মোঃ কপিল উদ্দিন (৩৫), পিতা-মৃত-ইদ্রিস আলী, সাং- বাবুগরাই,উভয় থানা-পাগলা, জেলা-ময়মনসিংহকে অত্র থানাধীন গঙ্গিনারপাড় রমেশচন্দ্র রোডস্থ পতিতা পল্লীর সামনে পাঁকা রাস্তার উপর থেকে গ্রেফতার করেছেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশ সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতার হওয়া সকল আসামীকে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
মন্তব্য