“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ পালিত।
সোমবার (৯ ডিসেম্বর ২০২৪) সকাল ১০:০০ ঘটিকায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৪ উপলক্ষে ময়মনসিংহ জেলা সমন্বিত দুর্নীতি দমন কমিশন এর আয়োজনে এবং ময়মনসিংহ জেলা প্রশাসন ও ময়মনসিংহ জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি এর সহযোগিতায় এডভোকেট তারেক স্মৃতি অডিটোরিয়ামে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোঃ মোখতার আহমেদ। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান।
উক্ত আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ময়মনসিংহ জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার মোঃ আজিজুল ইসলাম, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি আজিজ আহমেদ সাদেক রেজা।
ময়মনসিংহ বিভাগীয় দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের পরিচালক মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় শুভেচ্ছা ও স্বাগত বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা সমন্বিত দুর্নীতি দমন কমিশন কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়া।
একটি দুর্নীতি মুক্ত সমাজ গঠনে সকল শ্রেণী পেশার মানুষের মাঝে দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণদের ঐক্যবদ্ধ করাই এই অনুষ্ঠানের মূল লক্ষ্য।
মন্তব্য