ভোলার তজুমদ্দিন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করেছে উপজেলা প্রশাসন।
শনিবার (১৪ ডিসেম্বর) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ সভাকক্ষে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মেহেদী হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা, অফিসার ইন-চার্জ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. মোঃ রাহাত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার (ভারপ্রাপ্ত) গোলাম সরোয়ার আলম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাস্টার মোঃ শাহাবুদ্দিন, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাও. আব্দুর রাজ্জাক, তজুমদ্দিন রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এমএ হালিম প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা ও সরকারি কর্মকর্তাবৃন্দ।
বক্তারা জাতির শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত পাক হানাদার বাহিনী বাংলাদেশের বুদ্ধিজীবী সমাজকে ধ্বংস করে দেওয়ার লক্ষ্যে শিক্ষক, ডাক্তার, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে নৃশংসভাবে হত্যা করে। তারা সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করেন।
মন্তব্য