শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় “স্মার্ট কার্ড জাতীয় পরিচয়পত্র বিতরণ -২০২৪ এর” কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৭ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এই বিতরণ কার্যক্রেমর শুভ উদ্বোধন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে এবং উপজেলা একাডেমিক সুপার-ভাইজার আতিকুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, জেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ আনোয়ারুল হক।
বিশেষ অতিথি ছিলেন,অতিরিক্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম,সহকারি কমিশনার (ভূমি) অনিন্দিতা রানী ভৌমিক,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আল আমিন, উপজেলা বিএনপি’র আহবায়ক শাহজাহান আকন্দ প্রমুখ।
এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক আব্দুল মান্নান,উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. নুরুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সুরুজ্জামান আকন্দ,ইউপি চেয়ারম্যান ও গণমাধ্যম কর্মিগণ উপস্থিত ছিলেন। উপজেলার ৭ টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে ১দিন করে এবং উপজেলা পর্যায়ে ৩ দিন সহ মোট ১০ দিন এই স্মার্ট কার্ড জাতীয় পরিচয়পত্র প্রদান করা হবে। এই সময়ের মধ্যেও যাহারা উপস্থিত হতে পারবেন না, তাহারা উপজেলা নির্বাচন অফিস থেকে বছরব্যাপী অফিসের নির্ধারিত দিনে স্মার্ট জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করতে পারবেন।
এপর্যায়ে উপজেলার ১ লক্ষ ১৪ হাজার নারি পুরুষের স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে।অনুষ্ঠানে বক্তারা বলেন, স্মার্ট জাতীয় পরিচয়পত্র একটিঅতি প্রয়োজনীয় সনদ। বর্তমান সময়ে এই কার্ড ব্যতিত কোন নাগরিক সুবিধা পাওয়া যায়না। কাজেই সময়ক্ষেপণ না করে নির্বাচন কমিশনের দেয়া নির্ধারিত সময় ও দিনে স্ব-স্ব কেন্দ্র থেকে নিজ নিজ স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহন করতে আহবান করেন।
জানা গেছে, যে সকল নারি পুরুষ ২০০৭ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ভোটার হয়েছেন, শুধুমাত্র তারাই এই স্মার্ট জাতীয় পরিচয়পত্র পাবেন। আর এই সময়ের পরে যাহারা ভোটার হয়েছেন,তাহারা সরাসরি স্মার্ট জাতীয় পরিচয়পত্রে সংযুক্ত হয়েছেন।
মন্তব্য