ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে আদালতের পরোয়ানা সহ বিভিন্ন অপরাধের সাথে জড়িত সন্দেহে ১০ জনকে গ্রেফতার করেছে। ২৪ এপ্রিল বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় পৃথক পৃথক অভিয়ান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার দ্বায়িত্বরত পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে মহাননগরী ও সদর উপজেলা এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণে চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের আইনের আওতায় আনতে কোতোয়ালী পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। নিয়মিত অভিযানে গত ২৪ ঘন্টায় ১০ জনকে গ্রেফতার করা হয়।
এর মাঝে এসআই কামরুল হাসান সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান চালিয়ে মাদক মামলার আসামী জাহাঙ্গীর ওরফে লেরুকে ৮ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করে ,
এসআই আঃ মোতালেব সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান চালিয়ে মাদক মামলার আসামী আলো মিয়াকে ২০ গ্রাম হেরোইন সহ গ্রেফতার করে, এসআই মনিতোষ মজুমদার সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান চালিয়ে জুলহাসকে গ্রেফতার করে, এসআই রফিকুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্স অভিযান চালিয়ে মোঃ আব্দুল আউয়ালকে গ্রেফতার করে।
এছাড়া এসআই রিফাত আল আফসানী, সুমন দেবনাথ, এসআই সোলায়মান, আল আমিন, শামীমুল হাসান পৃথক অভিযান পরিচালনা করে পরোয়ানা ভুক্ত আরো ৬ জনকে গ্রেফতার করেন। পরোয়ানা ভুক্ত আসামীরা হলো, ১/ আলো মিয়া, ২/ মোঃ রুবেল হাসান, ৩/ শামীম,
৪/ মোস্তফা, ৫/ মোঃ জোবায়ের ও ৬/ নাজমা আক্তার। সকল আসামীকে আদালতে প্রেরণ করেছে কোতোয়ালি পুলিশ।
এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশ পরিদর্শক তদন্ত আনোয়ার হোসেন।
মন্তব্য