ঢাকা , রবিবার , ১২ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ, ১৪৩১

জীবনে প্রতিটিক্ষেত্রে সফলতার প্রধান হাতিয়ার হলো প্রশিক্ষণ-ধর্মমন্ত্রী

জামালপুর প্রতিনিধি ।।
আপডেটঃ বুধবার, ১ মে, ২০২৪, ৭:২১ অপরাহ্ণ

জামালপুর জেলার মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে হজ প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় ধর্মমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেন, এদেশের হজযাত্রীরা যাতে একেবারেই যৌক্তিক খরচে হজব্রত পালন করতে পারে সে বিষয়ে আমরা তৎপর রয়েছি । হজযাত্রীদের নিবন্ধন থেকে শুরু করে দাপ্তরিক সকল প্রক্রিয়া কিভাবে সহজ করা যায়, কিভাবে হজ্বযাত্রীদের আরেকটু বেশি কমফোর্ট দেওয়া যায় সে বিষয়েও আমরা কাজ করছি। আগামী বছরের হজ ব্যবস্থাপনায় অনেক ইতিবাচক পরিবর্তন আসবে। বুধবার সকালে জামালপুরে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে হজ প্রশিক্ষণ কর্মশালা ২০২৪ এ প্রধান অতিথির বক্তৃতায় মন্ত্রী এসব কথা বলেন। ধর্মমন্ত্রী বলেন, টাকার বিপরীতে ডলারের দাম বৃদ্ধির পরও গত বছরের তুলনায় এবছর সাধারণ হজ্ব প্যাকেজের খরচ কমানো হয়েছে। সরকার হজযাত্রীদের সর্বোত্তম সেবা দিতে বদ্ধপরিকর। এক্ষেত্রে আমরা আপনাদের দোয়া ও সহযোগিতা চাই। ১ মে বুধবার ২০২৪ তারিখে জামালপুরে হজ প্রশিক্ষণ কর্মশালায় হজযাত্রীদের প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে ধর্মমন্ত্রী বলেন, জীবনের প্রতিটিক্ষেত্রেই সফলতা ও উৎকর্ষতার প্রধান হাতিয়ার হলো প্রশিক্ষণ। আপনারা যাতে সহি-শুদ্ধভাবে হজব্রত পালন করতে পারেন সেজন্যই মূলত আজকের এই প্রশিক্ষণ। আপনারা যদি প্রশিক্ষণের প্রতি মনযোগী হতে পারেন তাহলে হজের নিয়ম-কানুন, হুকুম-আহকাম, ধারাবাহিক আনুষ্ঠানিকতা- সবকিছুই আয়ত্তে আনতে পারবেন, ইনশাল্লাহ। হজযাত্রীদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, নিজেদের গ্রুপের সকলের সাথে সৌহার্দ্যপূর্ণ ও উষ্ণ সম্পর্ক তৈরি করে নিবেন। গ্রুপের গাইড ও প্রত্যেক সদস্যের মোবাইল নম্বর সংগ্রহে রাখবেন। শুধু প্রয়োজনীয় কাপড়-চোপড় ও অন্যান্য উপকরণ সাথে নেবেন। নিষিদ্ধ কোন দ্রব্যাদি বহন করবেন না। কোনভাবেই দলছুট হবেন না। খাবার-দাবার গ্রহণে অবশ্যই পরিমিতি বোধ থাকতে হবে। সবকিছুতেই শৃঙ্খলা বজায় রাখতে হবে, দায়িত্বশীল আচরণ করতে হবে। তিনি হজ ব্যবস্থাপনা সংক্রান্ত কোন সমস্যা অথবা অন্য কোন বিষয়ে অভিযোগ বা পরামর্শ থাকলে প্রশাসনিক দলের সদস্যদেরকে জানানোর জন্য পরামর্শ দেন। জামালপুর হাজী ফাউন্ডেশনের আয়োজনে এ বছর জামালপুর থেকে হজে গমনেচ্ছু ব্যক্তিরা এ কর্মশালায় অংশগ্রহণ করে।

ফাউন্ডেশনের সভাপতি মোঃ আব্দুর রেজ্জাক’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যানের মধ্যে জেলা প্রশাসক মোঃ শফিউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসাইন ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আতিকুর রহমান সানা প্রমূখ বক্তব্য রাখেন।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের অভিযানে পৃথক অপরাধে ৮ জন গ্রেপ্তার ময়মনসিংহ পতিতা পল্লী থেকে স্বাভাবিক জীবনে ফিরলেন ৩ যৌনকর্মী শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্রদের উপর গাড়ী চাপা দেয়া সেই ড়্রাইভার হারুন গ্রেপ্তার শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের বার্ষিক ক্রীড়া  প্রতিযোগিতা অনুষ্ঠিত ময়মনসিংহে গণঅধিকার পরিষদের মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত ময়মনসিংহে কোতোয়ালী থানা পুলিশের অভিযানে ৫ জন গ্রেপ্তার তজুমদ্দিনে তারুণ্যের উৎসব উপলক্ষ্যে র‍্যালি ও ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ময়মনসিংহে ডিবির অভিযানে ৬৮০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৪ ময়মনসিংহে ইউপি সদস্য হত্যার রহস্য উদঘাটন সহ ৪ জনকে গ্রেপ্তার করেছে পিবিআই ময়মনসিংহে টপ-টেন গ্রুপের ৩৪ তম বর্ষপূর্তি উদযাপন করেছে টপ-টেন মার্ট ময়মনসিংহ প্রেসক্লাব : ইতিহাস-ঐতিহ্য-উন্নয়ণ স্মারক ময়মনসিংহে যৌথ বাহিনীর অভিযানে কাউন্সিলর মিন্টু ও জামালসহ ১৪ জন গ্রেপ্তার শেরপুরে ‘ডপস’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ময়মনসিংহ প্রেসক্লাব নির্বাচন ইস্যুতে সহিংসতার আশংকা : ৩ কর্মকর্তার পদত্যাগ শেরপুর জেলা পুলিশের “রেঞ্জ ডিআইজি’র বিশেষ কল্যাণ সভা” অনুষ্ঠিত তজুমদ্দিন উপজেলায় টেকসই পুনর্বাসন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের অভিযানে ৬ জন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে নানা আয়োজনে বড় দিন উৎযাপিত তজুমদ্দিন উপজেলায় শিশু শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার ময়মনসিংহে ডিবি’র অভিযানে সাতশত পিস ইয়াবা সহ এক মাদক কারবারি গ্রেপ্তার ময়মনসিংহে যৌথ বাহিনীর অভিযানে ইয়াবা ট্যাবলেট, চিনি ও অস্ত্র উদ্ধার : গ্রেপ্তার-১৪ শেরপুরে সাংবাদিক মারুফকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ : সাংবাদিক নেতৃবৃন্দের নিন্দা ফুলবাড়ী-রংপুর রোডে বাস চলাচল বন্ধ : ভোগান্তিতে যাত্রীরা শেরপুরে মাসিক পুলিশ-ম্যাজিস্ট্রেসী সভা অনুষ্ঠিত গৌরীপুর ভুমিদস্যু রাসেল বাহিনীর হামলায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে মানিক সীমানাবর্তী ধোবাউড়া উপজেলায় চোরাচালান রোধে পুলিশের অভিযানে মাদক উদ্ধার : গ্রেপ্তার-২ ময়মনসিংহে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও মাদক উদ্ধার : গ্রেপ্তার -১ ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে  পৃথক অপরাধে গ্রেফতার-১৪ যতদিন বেঁচে আছি সাধারণ মানুষের উপর জুলুম অত্যাচার হতে দিবো না : মেজর হাফিজ মাদক ও চোরাচালান দমনে ময়মনসিংহে ডিবি’র অভিযানে গ্রেপ্তার-২