ময়মনসিংহে ভালুকায় এক গৃহবধূরগলা কাটা মৃতদেহ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ । ৭মে কাঁচিনা গ্রামের ধান খেতে এক গৃহবধূর গলাকাটা লাশ দেখতে পেয়ে স্থানীয়’রা পুলিশকে খবর দেন।
এই হত্যার ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে থানায় হত্যার অভিযোগ দায়ের করেন। ভালুকা মডেল থানার অফিসার ইন-চার্জ শাহ কামাল আকন্দ অভিযোগ গ্রহন করে হত্যাকান্ডের মুটিভ অনুসন্ধান এবং আসামীকে ধরতে অভিযান পরিচালনা শুরু করেন।
হত্যাকান্ডের সাথে সম্পৃক্ত প্রধান আসামী (ভিকটিমের স্বামী) ঘাতক সোহেলকে গাজীপুর জেলার টঙ্গী এলাকা থেকে ৮মে দুপুরে গ্রেফতার করে ভালুকা মডেল থানা পুলিশ।
ভালুকা থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, গত ৬ মে দিবাগত রাতে ভিকটিমের স্বামী সোহেল তার স্ত্রীকে গলা কেটে হত্যা করে বাড়ির পাশে ধান খেতে ফেলে দিয়ে পালিয়ে যায়।
ভালুকা মডেল থানা পুলিশ ফরিদপুর ও ঢাকাসহ বেশ কয়েকটি স্থানে পৃথক অভিযান চালিয়ে ৮মে বুধবার টঙ্গী এলাকা থেকে ঘাতক স্বামী সোহেলকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামীকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে ।
মন্তব্য