ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে আন্তঃজেলা চোরচক্রের ৭সদস্য সহ ৪টি অটোরিক্সা উদ্ধার করেছে ।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মাসুম আহাম্মাদ ভুইঞা জানতে পারেন জেলার বিভিন্ন এলাকা থেকে সহায় দারিদ্র মানুষের উপার্জনের একমাত্র বাহন অটোরিক্সা দীর্ঘদিন যাবৎ এই চক্রটি রাতে কিংবা দিনে কৌশল অবলম্বনের মাধ্যমে চুরি কার্যক্রম চালিয়ে আসছে। এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ সুপার এই চক্রকে ধরতে কোতোয়ালি মডেল থানা পুলিশকে নির্দেশ দেন। ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার অফিসার ইন-চার্জ মোহাম্মদ মাইন উদ্দিন এর পরামর্ষে এস আই দেবাশীষ, এসআই মনিতোষ সঙ্গী অফিসার ও ফোর্সসহ দ্বারাবাহিক ভাবে অভিযান পরিচালনা করে আন্তঃজেলা চোরচক্রের ৭সদস্য গ্রেফতার করেন। গ্রেফতারকৃত চোরচক্রের সদস্যদের ব্যাপক জিজ্ঞেসবাদ করে ভিন্ন ভিন্ন স্থান থেকে ৪টি অটোরিক্সা উদ্ধার করে।
কোতোয়ালি মডেল থানার ওসি তদন্ত মোঃ আনোয়ার হোসেন জানান, ময়মনসিংহ বিভাগীয় জেলার গুরুত্বপুর্ন এই থানা এলাকার নাগরিকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিরবিচ্ছিন্ন ভাবে কাজ করে যাচ্ছে। এই আন্তঃজেলা চোরচক্রকে গ্রেফতার করতে কোতোয়ালি মডেল থানা অফিসার ইন-চার্জ এর পরামর্শ মোতাবেক এসআই দেবাশীষ, এসআই মনিতোষ সঙ্গী অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে চোরচক্রটি সন্ধান পায় এবং তাদেরকে গ্রেফতার করে।
তাদের তথ্যমতে তারাকান্দা থানা এলাকার কাশিগঞ্জ এবং কোতোয়ালি মডেল থানাধীন রাঘবপুর থেকে চোরাকৃত ৪টি অটোরিক্সা উদ্ধার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত চোরচক্রের সদস্য’রা হলেন, ১/ মোঃ জাহাঙ্গীর ২/ মোঃ জসিম ৩/ আলম মিয়া ৪/ সিপন ৫/ সোহেল ৬/ হ্নদয় আহমেদ রবিন ও ৭/ রমজান আলী ।
এই চক্রের অন্যান্ন সদস্যকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃতদের আসামী করে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। সকল আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে
মন্তব্য