ঢাকা , সোমবার , ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ, ১৪৩১

চট্টগ্রামে সাংবাদিক অপহরণ : মুক্তিপণের দাবি পুরনে মাধ্যমে মুক্ত

চট্টগ্রাম প্রতিনিধি ।।
আপডেটঃ শুক্রবার, ১৪ জুন, ২০২৪, ২:৫৫ পূর্বাহ্ণ

 

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ থানাধীন বালুচরা এলাকার তুফানি রোড থেকে অপহৃত সাংবাদিক এস এম আবুল বরকত আকাশকে অপহরণের ৩০ ঘন্টা পর মুক্তিপনের দাবি পুরণে মাধ্যমে মুক্তি দিয়েছে অপহরণকারী সন্ত্রাসী গোষ্ঠী ।

জানা যায়, গত ১১ জুন মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় সংঘবদ্ধ পেশাদার সন্ত্রাসী গোষ্ঠী সশস্ত্র অবস্থায় মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে এবং অনাদায়ে খুন ও গুম করার উদ্দেশ্যে সাংবাদিককে অপহরণ করেন।

অপহরণকারী সন্ত্রাসী গোষ্ঠী হাতে জিম্মি থাকা ৩০ ঘন্টা ব্যাপী গোটা লোমহর্ষক মুহুর্তে বর্ণনা দিতে গিয়ে ভুক্তভোগী সাংবাদিক এস এম আকাশ গণমাধ্যমকে এক বিবৃতিতে জানান, পরিচিত মোহাম্মদ আলী নামের এক ছোট ভাই এর আহবানে বালুচরা এলাকায় একটি জমি দেখতে যাই কেনার জন্য । ঠিক তখনই গোপনে লুকিয়ে থাকা ৮/১০ জনের একটি অপহরণকারী সন্ত্রাসী দল আমাকে হামলা করে এবং আমি যখন তাদের হাত থেকে বাঁচতে চেষ্টা করি। তখন তারা আমাকে মারধর করে জোর পূর্বক ফিল্ডার মডেলের কালো কাচের ও কালো রঙের একটি প্রাইভেট গাড়িতে তুলে নাকে মূখে কাপড় বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। গাড়ি থেকে নেমে দেখতে পাই গহীন অন্ধকার ও নীরব বিলের মাঝে অবস্থিত একখানা সবুজ রঙের বিল্ডিং। তারা আমাকে সেখানে নিয়ে যায়। এবং দোতলায় একটি কক্ষে নিয়ে গিয়ে আমাকে প্রথমে চেয়ারে সাথে বেঁধে রাখে, এর পর শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন। রড, চাইনিজ কুড়াল, দেশীয় অস্ত্র, দেহ ব্যবসায়ী নারী, দেশীয় পিস্তল ইত্যাদি দিয়ে মারধর ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকে।
সংঘবদ্ধ দলের প্রায় ১২/১৪ জন অপহরণকারী দল গোটা এই অপরাধের সাথে যুক্ত ছিল। এই দলের মূল নেতা কথিত জমির মুন্সি চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বাসিন্দা মোস্তফা কাউছার মুন্সির নেতৃত্বে গোটা অপহরণ কর্মযজ্ঞটি পরিচালনা করে।

আকাশ বিবৃতিতে আরও জানান, অপহরণের ২য় দিন (১২ জুন) আমি বুঝতে পারি যে এটা একটা পাহাড়ি এলাকা এবং ঐ দিন সকালে তারা আগের দিনের কালো ফিল্ডার গাড়িতে তুলে আরও গভীর জঙ্গলে নিয়ে যায়। যাওয়ার সময় আমি রাস্তার বিভিন্ন সাইনবোর্ড ও দোকানপাটের সাইনবোর্ডে দেখতে পায় কখনো রাউজান কখনো রাঙামাটি ও কখনো রাঙ্গুনিয়ার গভীর বনাঞ্চল এলাকা। ২য় দিন দুপুরে আমার মোবাইল ফোন থেকে তারা আমার পরিবারের সদস্যদের সাথে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে কথা ও যোগাযোগ শুরু করে এবং আমার ভাই ও স্ত্রীকে বলে,কাউকে অবগত না করে থানা পুলিশ না করে ৫০ লাখ টাকা ও চেক বই নিয়ে আসতে। যদি থানা পুলিশ করে তবে তোমাদের আকাশ কে জীবিত পাবে না। বিভিন্ন জায়গায় শরীরের অংশ খুজে পাবে বলে ভয় দেখায়। এক পর্যায়ে আমার স্ত্রী ও ভাই জীবনের মায়া ত্যাগ করে অপহরণকারীদের দেওয়া ঠিকানায় ৩ ঘন্টা ঘুরাঘুরি করে উপস্থিত হয়। মানবতাহীন সন্ত্রাসীরা আমার ভাই ও স্ত্রীকেও বিভিন্ন ভাবে মানসিক ও শারীরিক নির্যাতন করতে থাকে এক পর্যায়ে তাদের আকুল মিনতিতে নগদ ৭ লাখ ও অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে সাড়ে তিন লাখ টাকা আদায়ের পাশাপাশি আমার স্বাক্ষরিত বিভিন্ন অংকের মোট ৫৮ লাখ ৫০ হাজার টাকার তারিখ বিহীন ৪টি চেক নেয় এবং আমার স্ত্রী ডলি করিমের ব্যক্তিগত হিসাবের একাউন্ট এর একটি ৫০ লাখ টাকার চেক জোর পূর্বক গ্রহণ করে। সাথে ১০০ টাকা দামের ১৮টি খালি স্ট্যাম্পে আমার স্ত্রী,আমার ভাই ও আমার স্বাক্ষর নেয় এরপর তারা আমাকে জোর করে অস্ত্রের মুখে রেখে মোবাইলে স্বীকারোক্তি মূলক ভিডিও ফুটেজ ধারণ করে এবং আমাকে তাদের শিখিয়ে দেয়া বক্তব্য মতে যা যা বলতে বলে তাই বলি। পরিশেষে “আমি প্রতারক” শব্দটা কাগজে প্রিন্ট লিখে আমার স্ত্রী ভাইকে আঘাত করবে বলে ভয় দেখিয়ে থানার আসামীদের মতো করে ছবি তোলে। এরপরে ১২ জুন রাত আনুমানিক পনে বারোটায় আমাদেরকে রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের সৌদিয়া গেইট সংলগ্ন এলাকায় মোটরসাইকেলে করে নামিয়ে দেয়। সবশেষে অসুস্থ ও আঘাত প্রাপ্ত শরীর নিয়ে বহু কষ্টে ১৩ জুন রাত আনুমানিক ২টায় চট্টগ্রাম শহরে এসে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এসে জরুরী বিভাগে গিয়ে প্রাথমিক চিকিৎসা ও ডায়াগনস্টিক পরীক্ষা করে উপস্থিত চিকিৎসকদের মানবিক সহায়তায় পুলিশ কেস করার সনদ প্রদান করে।

এ অবস্থায় চট্টগ্রামের সিনিয়র গণমাধ্যম কর্মীদের সহযোগিতায় আইনি পদক্ষেপ গ্রহণ করার প্রস্তুতি চলছে বলে জানান ভুক্তভোগী এই সাংবাদিক।

উলেখ্য এস এম আবুল বরকত আকাশ
পেশাদার সাংবাদিক হিসেবে জাতীয় ইংরেজি দৈনিক দি বাংলাদেশ টুডে এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান এর দ্বায়িত্ব পালন করছেন ।

মন্তব্য

প্রতিবেদকের তথ্য

Dainik Barta Pratidin

আপলোডকারীর সব সংবাদ
শিরোনাম:
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে  পৃথক অপরাধে গ্রেফতার-১৪ যতদিন বেঁচে আছি সাধারণ মানুষের উপর জুলুম অত্যাচার হতে দিবো না : মেজর হাফিজ মাদক ও চোরাচালান দমনে ময়মনসিংহে ডিবি’র অভিযানে গ্রেপ্তার-২ ময়মনসিংহের শম্ভুগঞ্জে প্রতারক চক্রের কবলে ব্যবসায়ী আহসান হাবিব : থানায় মামলা ময়মনসিংহে নবাগত পুলিশ সুপার কাজী আখতার উল আলম এর যোগদান ৫৩ বছরে শাসকরা এদেশ থেকে বৈষম্য দূর করতে পারেনি -মুফতি ফয়জুল করিম ময়মনসিংহে হিফযুল কোরআন প্রতিযোগিতা ২০২৪-২৫ অনুষ্ঠিত দিনাজপুরে জাতীয় সাংবাদিক সংস্থার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পটুয়াখালী ভার্সিটির রেজিস্ট্রার দ্বায়িত্ব পেলেন অধ্যাপক আব্দুল লতিফ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে ভারতীয় মদ উদ্ধার : গ্রেফতার-১ ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও রাজনৈতিক ব্যক্তিবর্গের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় ময়মনসিংহে নাশকতা ও অপহরণসহ পৃথক অপরাধে গ্রেপ্তার -৮ পূর্বধলায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন ফের গ্রেপ্তার হলেন ময়মনসিংহ মটর মালিক সমিতির মহাসচিব মাহাবুব ইজতেমা মাঠ দখল নিয়ে সংঘর্ষ : জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা পুলিশের ফুলবাড়ীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মা ও ছেলের ছয় মাসের কারাদণ্ড ফুলবাড়ীতে মাদক ব্যবসায়ীদের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্ণাঢ্য আয়োজনে বিজয় দিবস উৎযাপিত ময়মনসিংহে যৌথবাহিনীর অভিযানে কাইল্লা আরমান গ্রেপ্তার ঝিনাইগাতীতে স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন তজুমদ্দিন উপজেলায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন শেরপুরে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত  গোপালগঞ্জে প্রাক-বড়দিন অনুষ্ঠানে খাবার খেয়ে অসুস্থ শতাধিক শিশু-কিশোর শিক্ষার্থীকে নিপীড়ন ও হেনস্থা অভিযোগে পটুয়াখালী ভার্সিটির এক শিক্ষক বরখাস্ত পটুয়াখালী ভার্সিটিতে মহান বিজয় দিবস উদযাপিত ময়মনসিংহে অপরাধ নিয়ন্ত্রণে কোতোয়ালী পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার-৪ ফুলবাড়ী উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস পালন খাদ্যের সন্ধ্যানে বাসাবাড়ীতে অবস্থান নিচ্ছে মুখপোড়া হনুমান যথাযোগ্য মর্যাদায় ময়মনসিংহ জেলা পুলিশের বিজয় দিবস উদযাপন