নরসিংদীর শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর পক্ষ থেকে নরসিংদী-৩ শিবপুর আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা কে উষ্ণ সংবর্ধনা দেয়া হয়েছে।
শনিবার (২৯ জুন) দুপুর ০৩ টায় স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মোসতানশির বিল্লাহ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংবর্ধীয় অতিথি শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সিরাজুল ইসলাম মোল্লা।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মো: সজীব, সিভিল সার্জন ডা. ফারহানা আহমেদ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা মুহসীন নাজির, সাধারণ সম্পাদক সামসুল আলম ভূইয়া রাখিল প্রমুখ। এসময় জেলা, উপজেলা আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য