শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মোকতার হোসেনের উদ্যোগে অসহায় ,দুস্থ হত দরিদ্র ১৫০টি পরিবার কোরবানির গোশত পেয়েছে । উপজেলা নির্বাহী অফিসার আশাফুল আলম রাসেলের তত্তাধানে হলদিগ্রাম,নয়ারাংটিয়া,ভারুয়া, পূর্বগজারীকুড়া আশ্রয়ন প্রকল্প ও গুচ্ছগ্রামে এসব কোরবানির গোশত বিতরণ করা হয় । পরিবারগুলো কোরবানির গোশত পেয়ে বেজায় খুশি হয়ে পবিত্র ঈদ উদযাপন করেছেন আনন্দ উল্লাসে। তাদের ভাগ্যে কোরবানির গোশত জোটেনি এ রকম সংবাদ কয়েকটি পত্রিকায় প্রকাশ হওয়ার ফলে বিভাগীয় কমিশনারের দৃষ্টি গোচর হলে তিনি নিজ উদ্যোগে অসহায় পরিবারের গোশতর ব্যবস্থা জেলা প্রশাসনের মাধ্যমে উপজেলা প্রশাসনকে নির্দেশ প্রদান করেন । তার নির্দেশ মোতাবেক উপজেলার ১৫০টি পরিবার কোরবানির গোসশত পেয়েছে পরিবারগুলো ।
মন্তব্য