ময়মনসিংহ পুনাক’র নানান আযোজনে দিনব্যাপী ঈদ পুর্নমিলনী উৎসব উৎযাপিত হয়েছে। ঘুনী অতিথিদের উপস্থিতি উৎসবটিকে অনেকটা প্রানবন্ত করতে উৎসাহিত করেছে।
ময়মনসিংহ জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতির (পুনাক) আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান, পুলিশ লাইন্সে যাদুঘর পরিদর্শন, জমিদার পরিবারের ঐতিহ্যবাহী ষশীলজ পরিদর্শন সহ ময়মনসিংহের দর্শনীয় স্থান ভ্রমন করেন পুনাক পরিবার।
উপজাতি জনগোষ্ঠীর কৃষ্টি সংস্কৃতির নৃত্য পরিবেশ বাংলা এবং বাঙ্গালীর অপরূপময় ঐতিহ্যকে সামনে এনে দিয়েছে। উপভোগ্যময় এই আয়োজন স্মৃতিময় হয়ে থাকবে পুনাক পরিবারের হ্নদয় গহীনে।
শনিবার (২২ জুন) সকাল ১১ঘটিকায় শহীদ বীর মুক্তিযোদ্ধা পুলিশ সুপার মুন্সী কবির উদ্দিন আহমেদ মাল্টিপারপাস শেড, পুলিশ লাইন্স ময়মনসিংহে পুনাক ময়মনসিংহের সভানেত্রী ডাঃ রেবেকা শারমিনের সভাপতিত্বে অসহায় দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ পুলিশ নারী কল্যান সমিতি(পুনাক) সভানেত্রী ডাঃ তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।
বক্তব্য রাখেন, অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সীমিতি (পুনাক) সাধারণ সম্পাদিকা নাসিম আমিন এবং পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ময়মনসিহের উপদেষ্টা সুরাইয়া সুলতানা।
অন্যান্নদের বক্তব্য রাখেন, ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম-বার/পিপিএম-সেবা, ও ময়মনসিংহ পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বিপিএম/পিপিএম সহ পুলিশের উর্ধতন কর্মকর্তাগণ বক্তব্য রাখেন।
এছাড়াও মানবকল্যানে পুনাকের ধারাবাহিক উদ্যোগে অংশ হিসেবে ময়মনসিংহে অসহায় ও দুস্থ নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেছে বাংলাদেশ পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক)।
মন্তব্য