ময়মনসিংহ জেলা জাতীয় ছাত্র সমাজের সদস্য সচিব ও সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ মুক্তির ভাগিনা মাহবুবুর রহমান শিহাব সড়ক দুর্ঘটনায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৩-ডিসেম্বর) রাত সাত ঘটিকায় মুক্তাগাছা এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আহত মাহবুবুর রহমান শিহাবকে স্থানীয়রা উদ্ধার করে মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সে তার অবস্থা বিবেচনা করে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
এবিষয়ে মাহবুবুর রহমান শিহাব এর মামা জাতীয় পার্টি ভাইস চেয়ারম্যান সালাহউদ্দিন আহমেদ মুক্তি জানান, মাথা আঘাতের পরিমান বেশি, অপারেশন টেবিলে রয়েছে। ডাক্তার বের হলে বিস্তারিত বলতে পারবো। তিনি তার ভাগ্নের জন্য সকলের দোয়া চেয়েছেন।
মন্তব্য